নির্দিষ্ট কয়েকটি মডেলের স্মার্টফোন কেনার সময়ে ৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশবাক পাবেন।
1/5ধরুন ১২ হাজার টাকার ফোন কিনলেন। এদিকে সৌভাগ্যবশত ৬ হাজার টাকার ক্যাশব্যাক পেয়ে গেলেন। কেমন লাগবে? না, হেঁয়ালি নয়। এমনই অভিনব অফার আনতে চলেছে Airtel । ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/5'মেরা পেহলা স্মার্টফোন' নামে এক নয়া প্রোমোশোনাল অফার আনছে সংস্থা। তাতে নির্দিষ্ট কয়েকটি মডেলের স্মার্টফোন কেনার সময়ে ৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশবাক পাবেন। তবে স্মার্টফোনগুলির দাম সবই ১২ হাজারের মধ্যে।ফাইল ছবি : রয়টার্স (Reuters)
3/5মোট ১২ টি কোম্পানির ১৫০ টি মডেল আছে এয়ারটেলের তালিকায়। তার মধ্যে রয়েছে জনপ্রিয় প্রায় সব সংস্থাই। যেমন, স্যামসাং, শাওমি, ভিভো, ওপ্পো, রিয়েলমি, নোকিয়া, আইটেল, লাভা, ইনফিনিক্স, টেকনো, লেনোভো এবং মটোরোলা। এলিজেবেল স্মার্টফোনের তালিকা এয়ারটেলের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
4/5৬ হাজার টাকার ক্যাশব্যাকের সুবিধা পাওয়ার জন্য, গ্রাহককে টানা ৩৬ মাসের জন্য ক্রমাগত ২৪৯ টাকা বা তার বেশি মূল্যের এয়ারটেল প্রিপেইড প্যাক রিচার্জ করতে হবে। গ্রাহক দুটি ধাপে ক্যাশব্যাক পাবেন। প্রথম কিস্তি ২,০০০ টাকা, ১৮ মাস পরে। এরপর আবার ১৮ মাস পরে, অর্থাত্ ফোন কেনার ৩৬ মাসের মাথায় আরও ৪,০০০ টাকা দেওয়া হবে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
5/5এছাড়াও এই সময়পর্বে একবারের জন্য বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট দেবে এয়ারটেল। অর্থাত্ ফোনের স্ক্রিন কোনওভাবে ফেটে গেলেও মোটা টাকা খরচের চিন্তা নেই। ফাইল ছবি : এয়ারটেল (Reuters)