জোয়ান গাছ রক্ষণাবেক্ষণে সেভাবে কোনও ঝঞ্ঝাট নেই। সঙ্গে এর আয়ুর্বেদিক গুণ যেমন রয়েছে, তেমনই রয়েছে বাস্তুমতে বেশ কয়েকটি উপকারিতা। বেশি জল না দিয়ে সামান্য রোদে রেখে দিলেই জোয়ান গাছ ভালোভাবে বাড়তে থাকে। খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না।
1/6বাস্তুশাস্ত্র মতে একাধিক গাছকে বাড়ির পক্ষে শুভ বলে মনে করা হয়। তুলসী, কলাগাছ সমেত বহু গাছকেই বাড়িতে রাখলে তা গৃহস্থের সদস্যদের শুভ ফল দেয় বলে মনে করা হয়। আর্থিক সমস্যা থেকে শুরু করে সাংসারে শান্তি ফিরিয়ে আনতে বেশ কয়েকটি গাছ উপকারি বলেএ মনে করা হয় বাস্তুশাস্ত্র মতে। এমনই একটি শুভ গাছ হিসাবে ধরা হয় জোয়ান গাছকে।
2/6জোয়ান গাছ রক্ষণাবেক্ষণে সেভাবে কোনও ঝঞ্ঝাট নেই। সঙ্গে এর আয়ুর্বেদিক গুণ যেমন রয়েছে, তেমনই রয়েছে বাস্তুমতে বেশ কয়েকটি উপকারিতা। বেশি জল না দিয়ে সামান্য রোদে রেখে দিলেই জোয়ান গাছ ভালোভাবে বাড়তে থাকে। খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না। দেখে নেওয়া যাক, এই জোয়ান গাছের বাস্তুর দিক থেকে উপকারিতা।
3/6জোয়ান গাছের বাস্তু মতে উপকারিতা- বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় জোয়ান গাছ গৃহস্থের পক্ষে উপকারি। এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সংকট দূর হয়ে যায় বলে মনে করা হয়। এটিকে বাড়ির জন্য অন্যতম ‘লাকি প্ল্যান্ট’ বলে মনে করা হয়।
4/6জোয়ান গাছে স্বাস্থ্যের দিক থেকেও রয়েছে একাধিক উপকার। দেখে নেওয়া যাক কোন কোন উপকার জোয়ান গাছ থেকে মেলে স্বাস্থ্যের নিরিখে।
5/6সর্দি কাশি থেকে হজমে উপকার দেয়- জোয়ান গাছের পাতা বাড়িতে থাকলে তা আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী নানানভাবে উপকার দেয়। বলা হচ্ছে, জোয়ান পাতা সামান্য কয়েকটি নিয়ে তা জলে ফুটিয়ে নিতে হবে। তারপর সেই জল ঠাণ্ডা করে খেলে তা হজমের গণ্ডগোল সারাতে সাহায্য করে বলে মনে করা হয়। এছাড়াও জোয়ান পাতা সর্দিকাশিতে খুবই উপকারি।
6/6মুখের স্বাস্থ্যে- মুখের ভিতরের স্বাস্থ্য ভালো রাখতেও জোয়ান পাতা খুবই উপকারি। এছাড়াও বলা হয় ধুমপান বা মদ্যপানের নেশা ছাড়াতে জোয়ান পাতা মুখে সামান্য নিয়ে চিবোলেও তা থেকে উপকার পাওয়া যেতে পারে। (এই উপরোক্ত সমস্ত তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা)