স্টক ব্রোকার রাকেশ ঝুনঝুনওয়ালার এয়ারলাইন কোম্পানি আকাসা এয়ারলাইন ৭ আগস্ট থেকে উড়তে শুরু করবে। কোম্পানিটি তার প্রথম বোয়িং 737 MAX ওড়ানোর জন্য প্রস্তুত। শুধু তাই নয়, কোম্পানিটি এই সেক্টরের বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো, গো ফার্স্টের মতো কোম্পানিকেও কঠিন প্রতিযোগিতা দেবে বলে মনে করা হচ্ছে।
1/4এয়ারলাইন এবং ট্রাভেল এগ্রিগেটর প্রাইসিং ডেটা অনুসারে, ১৭ অগস্ট মুম্বই থেকে আহমেদাবাদ রুটে বিমান ভাড়া মাত্র আকাসা এয়ারলাইন্সে মাত্র তিন হাজার টাকা। ইন্ডিগো এবং গো ফার্স্টের তুলনায় তা ১০ শতাংশ কম। এর আগে ৭ অগস্ট আকাসা এয়ারলাইন্সের বিমান মুম্বই থেকে যাত্রা করবে এবং ৮০ মিনিট পরে আহমেদাবাদে অবতরণ করবে। এই উড়ানের ভাড়া প্রায় ইন্ডিগোর সমান।
2/4ভারতে অভ্যন্তরীণ বিমান পরিষেবা সেক্টরে সবচেয়ে বেশি শেয়ার রয়েছে ইন্ডিগোর। বাজারের ৫৬ শতাংশ দখল করে রেখেছে ইন্ডিগো৷ কোম্পানিটি বেশিরভাগ রুটে সবচেয়ে সস্তা ফ্লাইট পরিষেবা দেওয়ার জন্য পরিচিত।
3/4১২ অগস্ট আকাসা কোচি-বেঙ্গালুরু রুটে বিমান ওড়ানোর পরিকল্পনা করেছে। আকাসা ১৯ অগস্ট মুম্বই থেকে বেঙ্গালুরু পর্যন্ত ফ্লাইট চালু করবে আকাসা। এই রুটে আকাসা এয়ারলাইন্সের ভাড়া সবচেয়ে কম। এর আগে এই রুটে সবচেয়ে সস্তা ভাড়া ইন্ডিগো বা এয়ারএশিয়া ইন্ডিয়ার ছিল। এর আগে আকাসার বুকিং শুরু হওয়ার সময়, এয়ারলাইনের সিইও বিনয় দুবে বলেছিলেন, ‘আমরা নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের ভাড়ার বিনিময়ে পরিষেবা নিয়ে আসছি।’
4/4বিশ্বব্যাপী তেলের দাম নিয়ন্ত্রণে থাকছে। এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম ২ শতাংশ কমে গিয়েছে। এটিএফ মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে দেশীয় বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে। এবং এর ফলে এয়ারলাইন্সগুলো ভাড়া কমাতে পারে। উল্লেখ্য, কোভিড মহামারির পর গত এক বছর ধরে যাত্রীদের সাধারণ ভাড়ার চেয়ে বেশি ভাড়া দিতে হচ্ছে বিভিন্ন রুটে।