বাংলা নিউজ > ছবিঘর > কুইন্টনকে বাদ দেওয়া থেকে রান আউটের বহর, লখনউয়ের ভুলেই প্রশস্ত হল মুম্বইয়ের পথ

কুইন্টনকে বাদ দেওয়া থেকে রান আউটের বহর, লখনউয়ের ভুলেই প্রশস্ত হল মুম্বইয়ের পথ

লখনউ সুপার জায়ান্টসের টপ অর্ডার যেভাবে ভেঙে গিয়েছে সেই কারণে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের রাস্তাটা তৈরি হয়ে যায়। যদি টপ অর্ডার দারুণ পারফর্ম করত তাহলে ফল অন্য হত। ক্যামরন গ্রিন ও আকাশ মাধওয়াল দারুণ পারফরমেন্স করেছেন এই কারণে সহজেই লখনউকে উড়িয়ে দিতে সফল হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।