অক্ষয় কুমার আর বিদ্যা বালনের মেয়েকে কেমন দেখতে হয়েছে জানেন?
1/5‘হে বেবি’ সিনেমার সেই একরত্তিকে মনে আছে? যাকে দেখে ‘কী মিষ্টি’ বলেছিল সমস্ত দর্শক। সেই খুদে ওরফে অ্যাঞ্জেলের ভূমিকায় অভিনয় করেছিল জুয়ানা সাংঘভি। অক্ষয় ও বিদ্যার মেয়ের ভূমিকায় দেখা যায় তাকে। চলুন দেখে আসি এখন কেমন দেখতে হয়েছে জুয়ানাকে।
2/5মাত্র ১৬ মাস বয়সে সিনেমায় অভিনয় করে সে। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে তাঁর বর্তমান সময়ের ছবি। তার সর্বশেষ ছবি দেখে ভক্তদের পক্ষে বিশ্বাস করা কঠিন হচ্ছে যে তিনি সেই কিউট ছোট্ট মেয়ে। ছবিতে মন্তব্য করে এক ব্যবহারকারী বলেছেন- ‘এই একই মেয়ে, কবে এত বড় হল’। আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না’।
3/5বর্তমানে জুয়ানা ১৭ বছরের তরুণী। তাঁর মিষ্টি হাসি, গালের টোল দেখে এখনও পাগল নেটপাড়ার বড় একটা অংশ। সকলেই চাইছে, এই খুদে শিল্পী জলদি পা রাখুক বড় পরদায়। আবার কাজ করুক অক্ষয় কুমারের সাথে।
4/5এই দেখুন এরকম দেখতে হয়েছে ‘অ্যাঞ্জেল’ ওরফে জুয়ানাকে। আর ইতিমধ্যেই তাঁকে মন দিয়ে ফেলেছে বড় একটা অংশ।
5/5বন্ধুদের সাথে জুয়ানার এই সব ক'টা ছবিই ভাইরাল হয়েছে। সকলেই ভরে ভরে ভালোবাসা জানিয়েছেন তরুণীকে। বিশেষ করে জুয়ানার মুখের হাসি মন কাড়ছে বেশি।