অক্ষয় কুমারের মাতৃবিয়োগে শোকপ্রকাশ করেছে বলিউডের বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরাও। মায়ের মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন অভিনেতা। জানিয়েছেন, 'অসহ্য যন্ত্রণা'র মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
1/9বুধবার সকালে মারা যান অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে যান তিনি। টুইটে মায়ের মৃত্যুর খবর সকলকে জানিয়েছেন অভিনেতা। (ছবি হিন্দুস্তান টাইমস)
2/9বুধবার বৃষ্টি মাথায় করে অভিনেতার মায়ের শেষকৃত্যে হাজির হতে দেখা যায় গোটা পরিবার টুইঙ্কেল খান্না এবং তাঁদের খুদে মেয়ে নিতারাকে।
3/9মায়ের শেষ যাত্রায় অক্ষয় কুমার।
4/9শাশুড়ির শেষকৃত্যে টুইঙ্কেল খান্না।
5/9অক্ষয় কুমারের মায়ের শেষকৃত্যে হাজির হয়েছেন বলিউডের একাধিক তারকা। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া বলিউড ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন পরিচালক রোহিত শেট্টি, অভিনেতা রিতেশ দেশমুখ এবং প্রযোজক রমেশ তৌরানি।