শিব পুরাণ অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মীর আশীর্বাদ মেলে। তাই সেদিন সোনা কেনার প্রথা বহু দিন ধরেই চলছে। আর বাকি সবকিছুর মতোই, অনলাইনেই সোনা কিনতে পারবেন। সৌজন্যে Google Pay ও Paytm ।
1/5গহনার দোকানে যেতে হবে না। Google Pay এবং Paytm-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মেই ডিজিটাল গোল্ড কিনতে পারবেন। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
2/5ডিজিটাল গোল্ডের মাধ্যমে বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনা কেনা যাবে। ফিজিক্যাল গোল্ড চাইলে ডেলিভারির সুবিধাও রয়েছে। অনলাইনে বিক্রি করতে চাইলে তাও করতে পারেন। Paytm, Google Pay, PhonePe-এর মতো মোবাইলে ই-ওয়ালেটের মাধ্যমে এখন অনলাইনে ডিজিটাল সোনা কেনা সম্ভব। ফাইল ছবি: আনস্প্ল্যাশ (Pixabay)
3/5যদি Google Pay-এর মাধ্যমে অনলাইনে সোনা কিনতে GPAY অ্যাপে সার্চ বারে ‘গোল্ড লকার’ টাইপ করুন। এতে করসহ সোনার বর্তমান বাজার ক্রয় মূল্য পেয়ে যাবেন। ফাইল ছবি: এইচটি টেক (Pixabay)
4/5এর পরে, আপনি যে পরিমাণ সোনা কিনতে চান তা INR-এ লিখুন। ৫০ হাজার টাকারও বেশি সোনা কেনা যাবে। কেনার কয়েক মিনিটের মধ্যে আপনার লকারে সোনা যোগ করা হবে। ফাইল ছবি: আনস্প্ল্যাশ (Pixabay)
5/5Paytm-এ সোনা কিনতে প্রথমে Paytm অ্যাপে যান এবং All Services বিভাগে যান। সার্চ বারে ‘Gold’ টাইপ করুন। ফাইল ছবি: মিন্ট (Pixabay)