2/6সালটা ২০১৯। কেনিয়ার বিখ্যাত মাসাইমারা সাফারিতে আলিয়া। ছবিটি তুলে দিয়েছিলেন নায়িকার প্রেমিক তথা বলি-তারকা রণবীর কাপুর। আফ্রিকার মাটিতে তখন সন্ধ্যে নামছে।
3/6মালদ্বীপের সমুদ্রসৈকতে 'মৎসকন্যা' আলিয়া। রোদচশমা এবং উজ্জ্বল রঙের বিকিনিতে নায়িকার এই ছবি ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। বলাই বাহুল্য এই ছবিটিও ক্যামেরাবন্দি করেছিলেন প্রেমিক রণবীর।
4/6সমুদ্র অত্যন্ত প্রিয় আলিয়ার। তাই বিদেশ ভ্রমণের সময় দেখে নেন সেই অঞ্চলের আশেপাশে সমুদ্রসৈকত আছে কি না। থাকলে অবশ্যই ঢুঁ মারেন সেখানে। এই ছবিও সমুদ্র সৈকতে দাঁড়িয়েই তোলা।
5/6এবারেও সেই সমুদ্র। তবে এই 'থ্রোব্যাক' ছবিতে দিদি শাহিন ভাটের সঙ্গে খেলা করতে ব্যস্ত খুদে আলিয়া। দু'জনকেই দেখা যাচ্ছে সমুদ্রের জলে গলা পর্যন্ত ডুবে জলকেলিতে ব্যস্ত।
6/6এবারে আর ছবিতে একা নয়। ছুটিতেও নয়। প্রিয় বন্ধু তথা বলি-পরিচালক আয়ান মুখোপাধ্যায় ও প্রেমিক রণবীরের সঙ্গে সেলফিতে ধরা দিয়েছেন আলিয়া। পিছনে থাকা সমুদ্রে তখন মিশছে পড়ন্ত সূর্যের আলো। ছবিটি সম্ভবত 'ব্রহ্মাস্ত্র'-র শুটিংয়ের ফাঁকে তোলা এই তিনজনের।