আলিয়া-রণবীরের পরিবারের দুই সদস্য পছন্দ করেন না একে-অপরকে! বিয়েতে ছবি নেই একসঙ্গে।
1/6১৪ এপ্রিলই বিয়ে হয়ে গেল রণবীর কাপুর আর আলিয়া ভাটের। দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে যে খুব মজা করেছিলেন দুই তারকা তা এতদিনে তো সকলেই বুঝে গেছেন! তবে এটা জানেন কি, সেই বিয়েতে এমন দু'জন হাজির ছিলেন যাঁদের শত্রুতা আজ থেকে নয়, বহু আগের! কোনও গ্রুপ ফোটোতে একসঙ্গে নেই তাঁরা।
2/6ভাবছেন এরা কাঁরা? একজন হলেন আলিয়ার সৎ বোন পূজা ভাট, আর অন্যজন রণবীর কাপুরের জ্যাঠতুতো দিদি করিশ্মা কাপুর। একে-অপরকে শুধু পছন্দই করেন না এমন নয়, প্রকাশ্যে একে-অপরকে পরিবার তুলে অপমান করেছিলেন করিশ্মা আর পূজা একসময়। যা রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সব জায়গায়।
3/6প্রায় একইসময় বলিউডে কেরিয়ার তৈরি হয়েছিল পূজা ভাট আর করিশ্মা কাপুরের। একবার করিনার দিদির ছবি ফ্লপ করার পর পূজাকে প্রশ্ন করা হয়, কেন করিশ্মা তাঁর মতো সফল নয়। যার উত্তরে মহেশ-কন্যা জানিয়েছিলেন, ওর মা-বাবার আলাদা থাকা ওর উপরে প্রভাব ফেলছে! সঙ্গে পূজা আরও বলেছিলেন, করিশ্মার সব ব্যাপারে কথা বলেন মা ববিতা। সেটাও তাঁর কেরিয়ারের বড় ড্রব্যাক!
4/6যে কথা খানিক হলেও সত্যি। করিশ্মা কী পরবেন, কোথায় শো করবেন, কোন সিনেমা করবেন, সব নাকি সিদ্ধান্ত নিতেন ববিতা। আর এই কারণে বহু পরিচালক রাজি হতেন না তাঁর সঙ্গে কাজ করতে। যদিও একথা মানেননি তিনি মোটেই। বরং, পূজাকে তুলোধনা করেছিলেন। সোজাসুজি বলেছিলেন সবাই জানে পূজার মাকে ছেড়ে মহেশ ভাট থাকে সোনি রাজদানের সঙ্গে। করিশ্মার দাবি ছিল, নিজের পরিবারের বোঝা তাঁর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পূজা।
5/6যদিও মহেশ ভাটের নামে কোনও খারাপ কথা বলেননি করিশ্মা। বরং বলেছিলেন মহেশ ভাটের কাজ তাঁর ভালো লাগে। মানুষ হিসেবেও সম্মান করেন। আর তাঁর পরিবার তাঁকে শিখিয়েছে কারও নামে বাজে কথা না বলতে। সেই সময় খুব বিতর্ক হয়েছিল এই নিয়ে।
6/6তাই তো আলিয়া-রণবীরের বিয়েতে দু'জনেই উপস্থিত থাকলেও, একটা গ্রুপ ফোটোতেও তাঁদের একসঙ্গে দেখা যায়নি। যার থেকে স্পষ্ট পুরনো ঝগড়ার রেশ কাটেনি এখনও।