আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা আপাতত জাপানেই থাকছেন। জনপ্রিয় ই-কমার্স সংস্থা আলিবাবা ডট কমের জন্য বিশ্বখ্যাত জ্যাক মা। আলিবাবা-কে চিনের আমাজন বলা হয়।
1/4প্রযুক্তি খাতে সরকারের কড়া নজরদারি। আর সেই পরিস্থিতিতে হঠাত্ই বেপাত্তা হয়ে যান চিনের ধনকুবের জ্যাক মা। এতদিন পর অবশ্য মিলল তাঁর খোঁজ। প্রায় মাস ৬ বাদে খবর মিলল, টোকিওতে বাস করছেন আলিবাবা-র মালিক! ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/4আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা আপাতত জাপানেই থাকছেন। জনপ্রিয় ই-কমার্স সংস্থা আলিবাবা ডট কমের জন্য বিশ্বখ্যাত জ্যাক মা। আলিবাবা-কে চিনের আমাজন বলা হয়। ফাইল ছবি: ব্লুমবার্গ (Reuters)
3/4তাঁর ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপ কোং-এর আইপিও-ও সেই কারণে ভেস্তে যায়। এরপর চিনের বেসরকারি ইন্টারনেট ব্যবসা নিয়ে শুরু হয় তীব্র কড়াকড়ি। এমন পরিস্থিতিতে দেশ থেকেই 'হাওয়া' হয়ে যান চিনের অন্যতম ধনী ব্যবসায়ী। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/4সূত্রের খবর, টোকিওতে তিনি গিঞ্জা এবং মারুনৌচি নামের কিছু জেলায় কয়েকটি বিলাসবহুল ক্লাবে যান। জাপানে নিজের ব্যক্তিগত শেফ এবং নিরাপত্তা কর্মীদেরও সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি। আপাতত আধুনিক শিল্পকলা সংগ্রহেই মনোনিবেশ করেছেন তিনি। ফাইল ছবি: রয়টার্স (Reuters)