Border Gavaskar series- ভারতীয় দলে প্রত্যাবর্তনের রাস্তা খুলবে India A-র হয়ে রান করলেই! অগ্নিপরীক্ষা রাহুলের…
Updated: 06 Nov 2024, 11:21 PM IST Moinak Mitra 06 Nov 2024 india, indian, indian cricket, kl rahul, lokesh rahul, india a, australia a, border gavaskar trophy, border gavaskar, ipl, kkr, ভারত, ভারতীয়, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান, লোকেশ রাহুল, অজি, কেএল রাহুল, ক্রিকে, ক্রিকেটার, ক্রিকেট, তারকা, টিমবৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই প্রথম ম্যাচে বল বিকৃতি নিয়ে বেশ বিতর্ক হয়েছে। এরই মধ্যে ভারতীয় এ দলের সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হওয়ায় এখন তাঁর ওপরই নজর রাখছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।
পরবর্তী ফটো গ্যালারি