ছবির অ্যালবামে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের টুকিটাকি
Updated: 05 Mar 2021, 06:19 PM IST
Abhisake Koley
ক্রিকেটবিশ্বের একঝাঁক কিংবদন্তি পুনরায় বাইশগজ মাতাতে তৈরি।
1/10শুক্রবার থেকে শুরু রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১।2/10৬টি দল এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে। গতবার ৫টি দল অংশ নিয়েছিল।3/10করোনা প্রোটোকলের জন্য এবার অস্ট্রেলিয়া দল খেলতে আসছে না। তাদের বদলে বাংলাদেশ লেজেন্ড দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।4/10ষষ্ঠ দল হিসেবে ইংল্যান্ড লেজেন্ড এবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলবে। 5/10ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কিংবদন্তিরা নিজ নিজ দেশের হয়ে মাঠে নামবেন।6/10খেলাগুলি অনুষ্ঠিত হবে রায়পুরের শহিদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।7/10প্রথম ম্যাচে ইন্ডিয়া লেজেন্ড মুখোমুখি হবে বাংলাদেশ লেজেন্ডের।8/10ভারতের হয়ে মাঠে নামবেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, বিনয় কুমার, নমন ওঝারা।9/10বিদেশি তারকাদের মধ্যে মাঠে নামবেন কেভিন পিটারসেন, সনৎ জয়সূর্য, ব্রায়ান লারা, তিলকরত্নে দিলশান, মুথাইয়া মুরলিধরন, জন্টি রোডস প্রমুখ।10/10টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি খেলা হবে ২১ মার্চ। অন্য গ্যালারিগুলি