বিগত ১১৫-রও বেশি দিন ধরে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় ৪২টি সংগঠন একযোগ এই আন্দোলন চালাচ্ছে। শহিদ মিনারের সামনে ধরনা দিয়ে বসে আছেন তারা। এই সরকারি কর্মীদের সংগঠনের বিরুদ্ধেই এবার উঠল গুরুতর অভিযোগ।
1/5Kolkata, Mar 30 (ANI): West Bengal government employees take out a protest rally demanding due Dearness allowance (DA), in Kolkata on Thursday. (ANI Photo) (Saikat Paul)
2/5জানা গিয়েছে, দেবপ্রসাদ হালদারের লেখা চিঠিতে ১৫ জন ডিএ আন্দোলনকারীর নাম এবং ফোন নম্বর দেওয়া রয়েছে। গত ১৯ মে এই চিঠি পাঠানো হয় বলেও জানা গিয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, সিআইডির ডিআইজি, ময়দান থানাকে পাঠানো হয়েছে এই চিঠি। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর অনুমতি নিয়ে ডিএ আন্দোলনকারীরা ধরনায় বসায় ফোর্ট উইলিয়ামের কমান্ড্যান্টকেও এই চিঠি লেখা হয়েছে। (Saikat Paul)
3/5চিঠিতে দেবপ্রসাদ হালদারের দাবি, যে সকল সরকারি কর্মীদের বিরুদ্ধে তিনি আর্থিক তছরুপের অভিযোগ করেছেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তথা ডিএ আন্দোলনের অন্যতম জনপ্রিয় 'মুখ' ভাস্কর ঘোষকে গ্রেফতারির দাবি তোলা হয়েছে চিঠিতে। সঙ্গে কোষাধ্যক্ষ শৈবাল সরকারেও গ্রেফতারির দাবি উঠেছে। এছাড়া চিঠিতে রয়েছে সন্দীপ ঘোষ, চন্দন চট্টোপাধ্যায়দের নামও। (Saikat Paul)
4/5উল্লেখ্য, দিল্লিতে ধরনার সময় সংগ্রামী যৌথ মঞ্চ একটি হিন্দুত্ববাধী সংগঠনকে মোটা টাকার অনুদান দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পাশাপাশি এই ধরনার খরচ নিয়েও নানন অভিযোগ উঠেছিল। তখন মঞ্চের তরফে জানানো হয়েছিল যে তারা অডিট করাবেন। এরই মধ্যে পুলিশ প্রশাসনের কাছে গেল এই বিস্ফোরক চিঠি। এদিকে দেবপ্রসাদের অভিযোগ, চিঠিতে যে ১৫ জনের নাম ও ফোন নম্বর দেওয়া হয়েছে, তাঁরা তাঁকে হুমকি দিয়েছেন। (Saikat Paul)
5/5এদিকে আর্থিক তছরুপের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের তরফে জানানো হয়েছে, দিল্লি ধরনার খরচের অডিট করানো হয়েছে ইতিমধ্যেই। সেই অডিট রিপোর্ট মঞ্চের সঙ্গে যুক্ত সংগঠনগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। পেশাদার অডিটার দিয়ে আরও একবার অডিট করানো হবে বলেও জানায় মঞ্চ। সেই রিপোর্ট জনসাধারণের সামনে তুলে ধরা হবে। (Saikat Paul)