Solanki-Soham: ২০২৩-কে একসঙ্গেই স্বাগত জানালেন শোলাঙ্কি-সোহম! প্রেমচর্চার গুঞ্জনের মাঝে মাখোমাখো ছবি শেয়ার করলেন ‘খড়ি’ শোলাঙ্কি।
1/6শোলাঙ্কির রিলেশনশিপ স্টেটাস বলছে তিনি ম্যারেড। ২০১৮ সালে বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন অভিনেত্রী! অথচ টলিপাড়ায় জোর গুঞ্জন নতুন করে প্রেমে পড়েছেন শোলাঙ্কি রায়। আর গোপন কথাটি গোপন নেই! (ছবি-ইনস্টাগ্রাম)
2/6
কথায় আছে, যা রটে তার কিছু তো বটে! 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ খ্যাত অভিনেতা সোহম মজুমদারকে মন দিয়েছেন শোলাঙ্কি, এমনটাই গুঞ্জন। শোলাঙ্কি রায় আর সোহম মজুমদারের প্রেমচর্চা কতটা সত্যি আর কতটা জল্পনা- এর উত্তর তো তাঁরাই দিতে পারবেন, কিন্তু নতুন বছরকে একসঙ্গেই স্বাগত জানালেন এই চর্চিত প্রেমিক জুটি।
(ছবি-ইনস্টাগ্রাম)
3/6শোলাঙ্কি-সোহমের রসায়ন কারুর নজর এড়ালো না বছরের শেষদিন। বর্ষবরণের রাতে একসঙ্গে দেখা মিলল দুজনের। হাসিমুখে পোজও দিলেন তাঁরা। লেন্সবন্দি সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন চর্চিত জুটি! যা দেখে অবাক অনেকেই! (ছবি-ইনস্টাগ্রাম)
4/6হাসিমুখে ক্যামেরার দিকে চেয়ে আছেন দুজনেই, সোহমের বুকে মাথা রেখে পোজ দিচ্ছেন শোলাঙ্কি- এই ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘আমার কাছে পার্টির আর কোনও ছবি নেই’। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6শোলাঙ্কি অবশ্য একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পার্টির। সেখানে চকোলেট রঙা লেদার ড্রেসে পাওয়া গেল নায়িকাকে। সোহম-শোলাঙ্কির রসায়ন যে ক্রমেই চর্চার বিষয় হয়ে উঠছে তা বলাই যায়। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6সৌরভ চক্রবর্তীর পরিচালনায় ‘সাড়ে সাইত্রিশ’ নামের এক ওয়েব সিরিজে কাজও করেছেন দুজনে। সেই সূত্রেই নাকি গাঢ় হয়েছে তাঁদের বন্ধুত্ব। যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না-রাজ কেউই। (ছবি-ইনস্টাগ্রাম)