Nepal Air Crash Yeti Airlines: নেপালে গেলে আপনাকেও চড়তে হতে পারে 'কলঙ্কিত' ইয়েতি এয়ারেই, জানুন সংস্থার বিশদ
Updated: 16 Jan 2023, 08:06 AM ISTমাত্র ৬টি ছোট বিমান চালিয়েই নেপালের অন্যতম বৃহত্তম বিমান সংস্থা হয়ে উঠেছে ইয়েতি এয়ারলাইন্স। তবে এই ইয়েতি এয়ারলাইন্সের বিমানই ভেঙে পড়ে গতকাল। পোখরা বিমানবন্দরের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে ইয়েতির বিমানটি। তাতে মারা গিয়েছেন অন্তত ৬৮ জন। তার মধ্যে রয়েছেন ৫ ভারতীয়। এর আগে গতবছর ইয়েতির 'সিস্টার' সংস্থা তারা এয়ারও দুর্ঘটনার কবলে পড়েছিল। তাতে মারা গিয়েছিলেন ২২ জন।
পরবর্তী ফটো গ্যালারি