Alto K10 S-CNG: চলতি বছরের অগস্টে নতুন ভেরিয়েন্টের... more
Alto K10 S-CNG: চলতি বছরের অগস্টে নতুন ভেরিয়েন্টের অল্টো K10 আনে মারুতি সুজুকি। একেবারে ফ্রেশ লুক দেওয়া হয় সকলের পরিচিত অল্টোকে। আর তাতে সুফলও মিলেছে। ফের বিক্রির নিরিখে দেশের ১ নম্বরে চলে এসেছে এই গাড়ি।
1/7নতুন Alto K10-এর CNG ভার্সান আনল মারুতি সুজুকি। শুধুমাত্র Vxi ভেরিয়েন্টেই এই CNG অপশন মিলবে। এতে ১.০ লিটার K-সিরিজের ডুয়াল VVT পেট্রোল ইঞ্জিন ও ফ্যাক্টরি ফিটেড CNG কিট পাবেন। 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। ছবি-পিটিআই (PTI)
2/7চলতি বছরের অগস্টে নতুন ভেরিয়েন্টের অল্টো K10 আনে মারুতি সুজুকি। একেবারে ফ্রেশ লুক দেওয়া হয় সকলের পরিচিত অল্টোকে। আর তাতে সুফলও মিলেছে। ফের বিক্রির নিরিখে দেশের ১ নম্বরে চলে এসেছে এই গাড়ি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
3/7সংস্থার সেলসের কর্তা শশাঙ্ক শ্রীবাস্তব জানান, 'মারুতি সুজুকি গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নিজেকে সদাই পাল্টে চলেছে। অল্টো ব্র্যান্ড-টা আমাদের সেই বিবর্তনেরই প্রতীক। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/7তিনি জানান, টানা ১৬ বছর ধরে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি অল্টো। আমরা নিশ্চিত নয়া এস-সিএনজি মডেলেও আরও মানুষ এই গাড়ির প্রতি আকৃষ্ট হবেন।' ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
5/7CNG গাড়িই এখন মারুতি সুজুকির পাখির চোখ। এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি S- CNG গাড়ি বাজারে এনেছে মারুতি। এতে যে শুধু গ্রাহকরা বেশি মাইলেজ পাচ্ছেন, তা-ই নয়। সংস্থার দাবি, এর ফলে বিপুল পরিমাণে কার্বন-ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস করা গিয়েছে। ছবি-পিটিআই (PTI)
6/7নতুন সিএনজি ভেরিয়েন্টের Alto K10 অবশ্য বাইরে থেকে দেখতে একইরকম। তাই রাস্তায় সিএনজি অল্টো দেখে, সেটি আলাদা করে ধরার কোনও উপায় নেই। ছবি- হিন্দুস্তান টাইমস অটো (PTI)
7/7নতুন অল্টো k10 S-CNG ভেরিয়েন্টের দাম ৫.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। শহর, রাজ্য হিসাবে অন-রোড দাম আলাদা হবে। ছবি: মারুতি সুজুকি (PTI)