1/6এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক আদৃত রায়। মিঠাই-এর সুবাদে অভিনেতার এখন ফ্যান ফলোলিং অন্তহীন। মাস কয়েক আগেই আদৃতের ভাঙা প্রেমের খবর এসেছিল সংবাদ শিরোনামে, যদিও সেই প্রেমের জল্পনায় কোনওদিনই শিলমোহর দেননি আদৃত। তবে সুপ্রিয়ার সঙ্গে আদৃতের ঘনিষ্ঠতা ইন্ডাস্ট্রির কারুর অজানা ছিল না।
2/6মাসকয়েক ধরে টেলিপাড়ায় নতুন গুঞ্জন। মিঠাইরানি'র উচ্ছেবাবু নাকি নতুন প্রেমে পড়েছেন। আর এবার আদৃতের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে সেটা অবাক করেছে মিঠাই ভক্তদের। অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে আদৃতের প্রেমের গুঞ্জন এখন টেলিপাড়ার হটকেক। সত্যি কি প্রেম করছেন দুজনে?
3/6দীর্ঘ কয়েক মাস প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন আদৃত। অবশেষে গত সপ্তাহে অভিনেতা কৌশাম্বীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘দুটো মানুষ, যারা অন্যের ব্যাপারে কথা বলে না বা সব কিছুতে নাক গলায় না… মানুষের কাজ হল বলা আর আমাদের কাজ বিন্দাস থাকা। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে।’
4/6আদৃতের মিষ্টি বার্তার জবাব দিয়েছেন কৌশাম্বীও। তিনি আদৃতের পোস্ট শেয়ার করে নিজের দেওয়ালে লেখেন, ‘তুমি সত্যিকারের বন্ধু,, এবং সময় যত এগোচ্ছে তুমি সেটা বুঝিয়ে দিচ্ছো। আমি সত্যি এজীবনে সৌভাগ্যবান তোমার মতো বন্ধু পেয়ে। সবসময় এইভাবেই আমার পাশে থেকো। যেমনটা রয়েছো’। এরসঙ্গে হেটার্সদের উদ্দেশে কৌশাম্বীর বার্তা, ‘নিজের চড়কায় তেল দিন’।
5/6‘মিঠাই’ ধারাবাহিকে সিডের পিসতুতো দিদির ভূমিকায় অভিনয় করেন কৌশাম্বী চক্রবর্তী। সেখানে তাঁকে ‘দিদিয়া’ বলে ডাকেন আদৃত, কিন্তু বাস্তবে তাঁদের সম্পর্কটা মোটেই দিদি-ভাইয়ের নয়। টেলিপাড়ার খবর ‘প্রেমিক-প্রেমিকার’, আর তাঁদের দাবি ‘বন্ধুত্ব’-র!
6/6মিঠাই-এর সেটে অবশ্য আদৃত-কৌশাম্বীর রসায়ন আজকাল কারুর নজর এড়াচ্ছে না। যদিও সেই রসায়নকে আপতত ‘বেস্ট ফ্রেন্ড’ বলেই চালাচ্ছেন দুজনে। আদৃতের পর কৌশ্বামীর এই স্বীকারোক্তি তাঁদের সম্পর্কে চর্চাকে আরও খানিকটা বাড়িয়ে দেবে নাকি বিতর্কের আঁচ ঠাণ্ডা করবে? উত্তরটা সময়ই দেবে।