সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা উল্লেখ করেন, পণ্যগুলিতে তেরঙ্গা ব্যবহার করা ভারতের ফ্ল্যাগ কোড ২০০২-এর বিরোধী।
1/5সোমবার ভারতীয় নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার সম্মুখীন হল অ্যামাজন। বিভিন্ন পোশাক ও প্রোডাক্টে ভারতের জাতীয় পতাকা থাকা নিয়ে অ্যামাজনের বিরুদ্ধে আপত্তি প্রকাশ করেন তাঁরা। ফাইল ছবি : রয়টার্স (Twitter)
2/5তাঁদের মতে, এভাবে যে কোনও পণ্যে ইচ্ছা মতো তেরঙ্গা ব্যবহার করা অপমানজনক। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা উল্লেখ করেন, পণ্যগুলিতে তেরঙ্গা ব্যবহার করা ভারতের ফ্ল্যাগ কোড ২০০২-এর বিরোধী। ছবি : টুইটার (Twitter)
3/5নেটিজেনরা অ্যামাজনে বিক্রি হওয়া পোশাক, কাপ, চাবির রিং এবং চকোলেটের মতো জিনিসের ছবি শেয়ার করেন। সবকটিতেই তেরঙ্গা আছে। এই আইটেমগুলির উপর নিষেধাজ্ঞার দাবি তুলেছে প্রতিবাদীরা। #AmazonInsultsNationalFlag -এর মতো হ্যাশট্যাগও টুইটারে ট্রেন্ডিং হয়ে যায়। ছবি : টুইটার (Twitter)
4/5'পতাকা কোন কসটিউম বা ইউনিফর্মের অংশ হিসাবে ব্যবহার করা যাবে না। এটি কুশন, রুমাল, ন্যাপকিন বা বাক্সে সেলাই করা বা ছাপানো যাবে না,' উল্লেখিত আছে ফ্ল্যাগ কোড ২০০২-এ। ছবি : টুইটার (Twitter)
5/5নেটনাগরিকদের একাংশের মতে, এভাবে জাতীয় পতাকার ব্যবহার বিক্রি বাড়ানোর কুপন্থা মাত্র। প্রজাতন্ত্র দিবসের আগে দ্রুত মুনাফা করাই এর লক্ষ্য। ফাইল ছবি : এএনআই (Twitter)