একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেন অম্বরীশ ভট্টাচার্য আর অমিতাভ বচ্চন। ভাগ করে নিলেন অভিজ্ঞতা।
1/5জ্যুসের গ্লাস সামনে রাখা। আড্ডা দিচ্ছেন ‘খড়কুটো’র পটকা ওরফে অম্বরীশ ভট্টাচার্য আর অমিতাভ বচ্চন। দু'জনের একসঙ্গে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে মনে প্রশ্ন আসতেই পারে, অম্বরীশ মুম্বই গেলেন, নাকি অমিতাভ এসেছেন কলকাতায়! এই ছবিগুলিই বা কবের?
2/5খাদ্যরসিক অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য উড়ে গিয়েছেন মুম্বই। একটা নরম পাণীয়ের বিজ্ঞাপনের শুটেই দেখা হল দু'জনের। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজিত সরকার। তবে এর আগেও পটকা কাজ করেছেন অমিতাভের সঙ্গে। বছরচারেক আগে। এই বিজ্ঞাপনে অম্বরীশ আর অমিতাভের সঙ্গে দেখা মিলবে পূজা হেগড়েরও।
3/5বছর চার আগে যে অম্বরীশের সঙ্গে কাজ করেছেন, সেকথা এখনও ভোলেননি অমিতাভ। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে চিনতে পারেন। আর এটাই মন ছুঁয়ে গেল ছোট পরদার পটকার। বৃহস্পতিবার তাঁরা একসঙ্গে শুট সারেন।
4/5পটকা ভেবেছিলেন অমিতাভ হয়তো তাঁকে ভুলে গিয়েছেন। কিন্তু না। অম্বরীশের কথায়, ‘আমার বিশ্বাসের ঘোর কাটছে না। এত ভালো স্মৃতিশক্তি। চার বছর আগে রবি ঘোষকে নিয়ে কী কী কথা হয়েছিল, সেটাও গড়গড় করে বলে দেন। আগের থেকেও তিনি যেন প্রাণবন্ত হয়েছেন।’ এখনও কী করে সব ঠিকঠাক মনে রেখেছেন প্রশ্ন করতেই উত্তর পেয়েছেন, ‘স্মৃতিরাই তো সঙ্গী।’
5/5অমিতাভের ভ্যানিটি ভ্যানও ঘুরে দেখেন অম্বরীশ। তাঁর কথায়, সেটা যেন ছোটখাটো চলন্ত বাড়ি, যেখান ড্রয়িং রুম থেকে বই পড়ার ঘর সবই রয়েছে।