বাংলা নিউজ >
ছবিঘর >
Ambubachi 2022: অম্বুবাচীতে কী কী খাওয়া হয়, আর কোন শুভ কাজ থেকে দূরে থাকার রীতি রয়েছে?
Ambubachi 2022: অম্বুবাচীতে কী কী খাওয়া হয়, আর কোন শুভ কাজ থেকে দূরে থাকার রীতি রয়েছে?
Updated: 22 Jun 2022, 06:52 PM IST
লেখক Sritama Mitra
২০২২ সালের অম্বুবাচী পড়েছে ২২ জুন। বাংলা পঞ্জিকা ...
more
২০২২ সালের অম্বুবাচী পড়েছে ২২ জুন। বাংলা পঞ্জিকা মতে ৭ আষাঢ় থেকে ১০ আষাঢ় পর্যন্ত অম্বুবাচী তিথি রয়েছে। অম্বুবাচী তিথি ঘিরে রয়েছে প্রচুর সংস্কার। শাস্ত্র মতে এমন বহু কাজ রয়েছে যা অম্বুবাচী তিথিতে করতে বারণ করা হয়।
1/6পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসে সূর্য যেদিন মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করে সেদিনই ধরিত্রীদেবী ঋতুমতী হন। আষাঢ়ের সপ্তম দিনে পালিত হয় অম্বুবাচী। (PTI Photo) (All India Trinamool Congress Twi)
2/6২০২২ সালের অম্বুবাচী পড়েছে ২২ জুন। বাংলা পঞ্জিকা মতে ৭ আষাঢ় থেকে ১০ আষাঢ় পর্যন্ত অম্বুবাচী তিথি রয়েছে। অম্বুবাচী তিথি ঘিরে রয়েছে প্রচুর সংস্কার। শাস্ত্র মতে এমন বহু কাজ রয়েছে যা অম্বুবাচী তিথিতে করতে বারণ করা হয়।(ANI Photo) (All India Trinamool Congress Twi)
3/6অম্বুবাচীতে কী কী খাওয়ার নিয়ম নেই- অম্বুবাচীতে মূলত ফলাহার করার নিয়ম রয়েছে। বৈধব্যে থাকা অনেকেই এর আগে অম্বুবাচী তিথিতে ফলাহার করে থাকতেন। (ANI Photo/All India Trinamool Congress Twitter) (All India Trinamool Congress Twi)
4/6কোন ধরনের রান্না খেতে নেই- কথিত রয়েছে অম্বুবাচী তিথিতে কোনও মতেই পুড়িয়ে তৈরি করা কোনও রান্না খাওয়া ঠিক নয়। ফলে যে খাবার পুড়িয়ে তৈরি করা হয় সেই খাবার খাওয়া ঠিক হবে না এই সময়। এছাড়াও রান্না করে কোনও খাবার খাওয়ারও রীতি নেই। (ANI Photo) (All India Trinamool Congress Twi)
5/6রান্নার সবজি- বলা হয় অসমের কামাখ্যায় অম্বুবাচী মেলার জন্য যে ভান্ডারা হয় সেখানে পটল, মুগডাল, কাঁচালঙ্কা, পনির, বিন, ঢ্যাঁড়স, সোয়াবিনের রান্নাকে ছাড় দেওয়া হয়। তবে মিশ্র তেল, কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কাগুঁড়ো সেখানে রাখা হয় না। (PTI Photo) (All India Trinamool Congress Twi)
6/6অম্বুবাচীর সময় জমিবাড়ি কেনা বা বিবাহের মতো শুভ কাজ করতে নেই। এই সময় বিবাহের পাকা কথাও বলার নিয়ম নেই শাস্ত্র মতে। (All India Trinamool Congress Twi)