রিপোর্ট বলছে, চিনের নাগরিকরা চাইছেন কম দামে কোভিডের ওষুধ। আর সেই কারণে অবৈধ পদ্ধতিতে ভারত থেকে আমদানি করা ওষুধের দিকে ঝুঁকছেন তাঁরা। এই তথ্য 'সাউথ চায়না মর্নিং পোস্ট'এর খবরে উঠে এসেছে।
1/4কোভিডের বাড়বাড়ন্ত অবস্থা গোটা চিন জুড়ে। সেদেশে কোভিড ভ্যাকসিনেশনের কমতি বারবার বিশেষজ্ঞদের বক্তব্যে উঠে আসছে। এই পরিস্থিতিতে , ভারতে নির্মিত 'জেনেরিক কোভিড ড্রাগ' এর কালোবাজারির দিকে ঝুঁকছেন চিনের নাগরিকরা। এক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। অ্যাজভুডাইন, প্যাক্সলোভিডের মতো দুটি ড্রাগকে চিন সম্মতি জানিয়েছে কোভিডের চিকিৎসার জন্য। তবে এই দুই ড্রাগ শুধু চিনের কয়েকটি অংশে। (Photo by AFP) / China OUT (AFP)
2/4রিপোর্ট বলছে, চিনের নাগরিকরা চাইছেন কম দামে কোভিডের ওষুধ। আর সেই কারণে অবৈধ পদ্ধতিতে ভারত থেকে আমদানি করা ওষুধের দিকে ঝুঁকছেন তাঁরা। এই তথ্য 'সাউথ চায়না মর্নিং পোস্ট'এর খবরে উঠে এসেছে। ১০০০ ইউয়ানে ভারতের ওষুধ চিনে বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে। আর এই তথ্য চিনের সোশ্যাল মিডিয়া উইবোতে ভেসে বেড়াচ্ছে। (Photo by AFP) / China OUT (AFP)
3/4ভারতীয় জেনেরিক ওষুধ চিনের সরকার দ্বারা অনুমোদিত হয়নি। জানা যাচ্ছে, অবৈধ উপায়ে চিনের বিভিন্ন মার্কেটে সেই চার ধরনের ভারতীয় ড্রাগ বিক্রি হচ্ছে কালোবাজারে। এদিকে, বিশেষজ্ঞরা বারবার সেদেশে নাগরিকদের সচেতন করছেন অবৈধ উপায়ে ওষুধ কেনার ব্যাপারে। এই উপায়ে ওষুধ কিনে করোভিড রুখতে তার ব্যবহার বারণ করেছেন চিনের বহু বিশেষজ্ঞ। . (Photo by Noel Celis / AFP) (AFP)
4/4এদিকে, চিনে কোভিড ঘিরে বর্ষশেষে ব্যাপক পরিস্থিতি। সেদেশের হাসপাতাল ও শশ্মানকেন্দ্রগুলিতে ক্রমেই ভরে যাচ্ছে রোগীর সংখ্যায়। এই পরিস্থিতিতে ভারতীয় ওষুধের চাহিদা ক্রমেই বাড়ছে কোভিডের জেরে। (AP Photo/Ajit Solanki) (AFP)