বাংলা নিউজ >
ছবিঘর >
ক্যাট-ভিকির বিয়ের উচ্ছ্বাসের মধ্যে চুপিসাড়ে বিয়ে করলেন এই রাজনীতিবিদ! কে জানেন?
ক্যাট-ভিকির বিয়ের উচ্ছ্বাসের মধ্যে চুপিসাড়ে বিয়ে করলেন এই রাজনীতিবিদ! কে জানেন?
Updated: 09 Dec 2021, 08:25 PM IST
লেখক Ayan Das
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ে কেড়ে নিয়েছে যাবতীয় লাইমলাইট। তারইমধ্যে চুপিসাড়ে বিয়ে সারলেন এই রাজনীতিবিদ। কে জানেন?
1/8 ক্যাট-ভিকির বিয়ের উচ্ছ্বাসের মধ্যে চুপিসাড়ে বিয়ে করলেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব। (ছবি সৌজন্য টুইটার)
2/8 বিযে করলেন আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের ছোটো ছেলে তেজস্বী। (ছবি সৌজন্য পিটিআই)
3/8 দীর্ঘদিনের বন্ধু রাজশ্রীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন লালু-পুত্র। যিনি আদতে হরিয়ানার বাসিন্দা। (ছবি সৌজন্য, টুইটার @RohiniAcharya2)
4/8 আরজেডির প্রথমসারির নেতারা জানিয়েছেন, রাজশ্রীর সঙ্গে তেজস্বী দিল্লির একটি স্কুলে পড়তেন বলেই জানেন। (ছবি সৌজন্য, টুইটার @RohiniAcharya2)
5/8 বিয়েতে হাজির ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। (ছবি সৌজন্য টুইটার)
6/8 একাংশের দাবি, লালুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের জেরে তড়িঘড়ি তেজস্বীর বিয়ের আয়োজন করা হয়। (ছবি সৌজন্য, টুইটার @RohiniAcharya2)
7/8 একাধিক প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে বিয়ের অনুষ্ঠানে মেরেকেটে ৫০ জন উপস্থিত ছিলেন। (ছবি সৌজন্য, টুইটার @RohiniAcharya2)
8/8 বিয়ের ছবি টুইট করে তেজস্বীর দিদি রোহিনী আচার্য লেখেন, 'আমি কাছে নেই। কিন্তু তোমাদের সঙ্গে আমার আশীর্বাদ আছে। অভিনন্দন টুটু এবং রাচেল।' (ছবি সৌজন্য টুইটার)
অন্য গ্যালারিগুলি