Manipur Violence: অসম রাইফেলসের ট্রাক থেকে খাবার লুঠ! মণিপুরে মেইতেই মহিলা সংগঠন ঘিরে ফোকাস বাড়ছে
Updated: 13 Aug 2023, 02:55 PM ISTঅসম রাইফেলসের দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, ট্রাক জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন ওই মহিলারা। ৪ হাজার কেজি খাবার লুঠ হয়েছে সেই দিন। সেনা বাহিনীর জন্য যে খাবার যাচ্ছিল, তা লুঠ করে সেদিন পালিয়ে যান মহিলারা। ঘটনায় প্রশাসনের ব়্যাডারে রয়েছে মণিপুরের মেইতেই গোষ্ঠীর মহিলা বাহিনী।
পরবর্তী ফটো গ্যালারি