বাংলা নিউজ >
ছবিঘর > পর্নকাণ্ডে জেলে স্বামী, হাসিমুখে ‘বিঘ্নহর্তা’ গণপতি-কে ঘরে আনলেন শিল্পা শেট্টি
পর্নকাণ্ডে জেলে স্বামী, হাসিমুখে ‘বিঘ্নহর্তা’ গণপতি-কে ঘরে আনলেন শিল্পা শেট্টি Updated: 08 Sep 2021, 03:38 PM IST
Priyanka Mukherjee
‘গণপতি বাপ্পা মোরিয়া’, এই ধ্বনি দিতে দিতেই হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিলেন রাজ ঘরনি শিল্পা। প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে গণেশ চতুর্থী পালনে মাতবেন শিল্পা শেট্টি। 1/7 গত কয়েক মাসে বিরাট ঝড় বয়ে গেছে শিল্পা শেট্টি ও তাঁর পরিবারের উপর দিয়ে। পর্নকাণ্ডে এখনও জেলবন্দি নায়িকার স্বামী, রাজ কুন্দ্রা। তবে এই কঠিন সময়ে গণপতি বন্দনা থেকে পিছু হটছেন না শিল্পা। 2/7 বুধবার বিঘ্নহর্তা গণেশকে ঘরে আনতে লালবাগে হাজির হয়েছিলেন শিল্পা। গণেশ মূর্তিতে সাড়ম্বরে ঘরে নিয়ে নিলেন রাজ ঘরনি। 3/7 এদিন হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিলেন শিল্পা। তাঁর পরনে ছিল ঘিয়ে রঙা সিল্কের কুর্তা, তার উপর লাল-সুবজ ফ্লোরাল প্রিন্ট আঁকা। খোলা চুল, রোদ চশমায় ঝলমল করলেন সুপার ডান্সার ৪-এর বিচারক। 4/7 শিল্পার বাড়িতে প্রতি বছর পূজিত হন গণপতি বাপ্পা। এই বছর এতো সমস্যার মধ্যেও গণেশ বন্দনা থেকে পিছু হটলেেন না শিল্পা। 5/7 প্রতি বছর শিল্পার বাড়িতে গণেশ চতুর্থীতে ভিড় জমান বলিউডের বন্ধুরা, এই বছরও কি শিল্পার বাড়িতে ভিড় জমাবেন তাঁরা? 6/7 বি-টাউনে ইতিমধ্যেই কানাঘুসো শোনা যাচ্ছে, শিল্পার সঙ্গে নাকি দূরত্ব বজায় রাখছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাও। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার নাম জড়ানোর পর শিল্পার বাড়িতে গণপতি উত্সবে কারা যোগ দেবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 7/7 এবছর যদিও করোনার বাহনায় হয়ত অনেকে পুজোর আমন্ত্রণ এড়িয়ে যাবেন, কিন্তু সম্পর্কের ফাটল বিঘ্নহর্তা জোড়া লাগাতে পারেন কিনা সেইদিকে নজর থাকবে সকলের। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে অন্য গ্যালারিগুলি