অর্থে অমিত, শিক্ষায় ব্রাত্য, উত্তরবঙ্গে মমতা, পরিবহনে ফিরহাদ- কে কোন দফতর পেলেন?
Updated: 10 May 2021, 01:46 PM ISTশপথগ্রহণের পরই মন্ত্রীদের দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফায় একাধিক গুরুত্বপূর্ণ দফতরের হাতবদল করলেন। শিক্ষা দফতর হাতছাড়া হল পার্থ চট্টোপাধ্যায়ের। খাদ্য হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক। একনজরে দেখুন কে কোন দফতরের দায়িত্ব পেলেন - (কোন প্রতিমন্ত্রী কোন দফতর পেলেন, তা দেখে নিন)
পরবর্তী ফটো গ্যালারি