এর আগে শেষবার ২০২২-এর অক্টোবরে Amul-এর দুধের দাম বাড়ানো হয়েছিল। সেই সময়ে আমুল গোল্ড(ফুল ক্রিম দুধ) এবং বাফেলো মিল্কের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছিল। শুধুমাত্র গুজরাটে যদিও দাম বাড়ানো হয়নি।
1/5 আমুল ব্র্যান্ডের সমস্ত ধরণের দুধের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়ানো হচ্ছে। এমনটাই জানিয়েছে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)। ফাইল ছবি: আমুল (Amul)
2/5এই দাম সংশোধনের পর, Amul গোল্ড লিটার প্রতি ৬৬ টাকা, Amul Taza লিটার প্রতি ৫৪ টাকা এবং Amul কাউ মিল্ক ৫৬ টাকা প্রতি লিটারে এবং Amul A2 বাফেলো মিল্ক লিটার প্রতি ৭০ টাকা করে দাঁড়াবে। ফাইল ছবি: আমুল (Amul)
3/5এর আগে শেষবার ২০২২-এর অক্টোবরে দাম বাড়ানো হয়েছিল। সেই সময়ে আমুল গোল্ড(ফুল ক্রিম দুধ) এবং বাফেলো মিল্ক-এর দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছিল। শুধুমাত্র গুজরাটে যদিও দাম বাড়ানো হয়নি। ফাইল ছবি: আমুল (Amul)
4/5অক্টোবরে আমুলের এই মূল্যবৃদ্ধির ঘোষণার পরেই, মাদার ডেয়ারিও দাম বাড়িয়ে দেয়। ১৬ অক্টোবর থেকে দিল্লি-এনসিআর এবং উত্তর ভারতের বেশ কিছু স্থানে তাদের ফুল-ক্রিম দুধ এবং গরুর দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়। ফাইল ছবি: মাদার ডেয়ারি (Amul)
5/5তবে এবার আমুলের সমস্ত দুধের দামই বাড়ানো হল। আগামিদিনে মাদার ডেয়ারিও সেই পথে হাঁটে কিনা, এখন সেটাই দেখার। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Amul)