1/5কফি উইথ করণ-এ নিয়ন রঙের অফ শোল্ডার শর্ট ড্রেসে ধামাকা করেছেন অনন্যা পাণ্ডে। বলিউডে হাতেগোনা কাজ করলেও অনন্যার জনপ্রিয়তা আকাশছোঁয়া। সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্সও প্রচুর। শুনলে অবাক হবেন করণের এই চ্যাট শো-তে যে পোশাকটি পরে তিনি এলেন সেটার দাম কত!
2/5আন্তর্জাতিক ওয়েবসাইট অ্যালেক্স পেরি থেকে পোশাকটি নেওয়া। পোশাকের বর্ণনায় লেখা আছে, ‘স্যাটিন ক্রেপ স্ট্র্যাপলেস ক্রসেট ড্রেপ মিনি’। দাম প্রায় ১ লাখ ৭৬ হাজার।
3/5নিজের ‘লাইগার’ কো-স্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই এদিন দেখা মিলল অনন্যার। ছবিতে বিজয় একজন এমএমএ যোদ্ধার ভূমিকায় অভিনয় করেছেন। অভিনেতা রাম্যা কৃষ্ণান বিজয়ের মায়ের ভূমিকায় এবং অনন্যা পান্ডে বিজয়ের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন।
4/5‘কফি উইথ করণ’-এর আগের সিজনেও এসেছিলেন অনন্যা পাণ্ডে। আর সেটাই ছিল চাঙ্কি কন্যার কফি ডেবিউ। প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’। এরপর ‘পতি পত্নী অর ও’, ‘গহেরাইয়া’-তে দেখা মিলেছে তাঁর।
5/5কফি কাউচে করণ জোহর অনন্যা পাণ্ডেকে প্রশ্ন করেন বর্তমান প্রেম নিয়েও। টিনসেল টাউনের খবরকে সত্যি বলে ধরলে আদিত্য রায় কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। ২০২০ সালে ছবি ‘খালি পিলি’তে কাজ করেন তাঁরা একসঙ্গে। এরপর তাঁরা ডেটিং শুরু করেছিলেন বলে জানা যায়। গত বছর সিদ্ধান্ত চতুর্বেদীর দিওয়ালি পার্টিতেও এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে করণের প্রশ্নে কোনও উত্তর দেননি অনন্যা।