বালির উপর লেখা ‘উইল ইউ ম্যারি মি?’ মলদ্বীপের সি বিচে স্বপ্নের বিয়ের প্রস্তাব পেলেন আলানা পাণ্ডে। আংটি বদল সারলেন বিদেশি প্রেমিকের সঙ্গে।
1/8নীল সমুদ্রের পারে সাদা বালির উপর লেখা ‘উইল ইউ ম্যারি মি?’ আঁকা রয়েছে বিরাট লাভ চিহ্ন। হাঁটু মুড়ে বসে আপনার মনের মানুষ, হাতে জ্বলজ্বল করছে হীরের আংটির বাক্স- এমন স্বপ্নের প্রেম প্রস্তাব পাওয়ার ভাগ্য কজনের হয়!
2/8তাই অভিনেত্রী অনন্যা পাণ্ডের তুতো বোন আলানার বাগদানের এই মুহূর্ত দেখলে আপনার মনে একটু ঈর্ষা জাগতেই পারে! মলদ্বীপে প্রেমিক আইভরি ম্যাকক্রেভির সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন আলানা। সেখানেই পেলেন বিয়ের প্রস্তাব।
3/8এমন মিষ্টি সারপ্রাইজের জন্য রেডি ছিলেন না আলানা। তবে প্রেমিকের এই প্রস্তাব শুনে চটপট হ্যাঁ বলে দেন তিনি।
4/8আংটি বদল সেরে পরস্পরের ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুমু খান দুজনে। সেই ছবি ইনস্টায় পোস্ট করে আলানা লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত আমি বুঝিনি পৃথিবীতে এমন কোনও মানুষ থাকতে পারে যাকে তুমি নিজের চেয়ে বেশি ভালোবাসবে। আমি আজ এই পৃথিবীর সবচেয়ে সূখী মানুষ’।
6/8অভিনেত্রী অনন্যার কাকার মেয়ে আলানা। আলানা এবং আইভরি ম্যাকক্রেভি দুজনেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। দুজনই ইউটিউবে ট্রাভেল ব্লগ করেন। তাঁদের ওয়েবসাইটও ট্রাভেল সম্পর্কিত বিষয় নিয়ে চর্চা করা হয়।
7/8নিন্দুকদের বাঁকা মন্তব্যকে পাত্তা দেননা আলানা। হামেশাই বিকিনিতে ছবি পোস্ট করে চমকে দেন তিনি। প্রেমিকের সঙ্গে রোম্যান্টিক মুহূর্তের ছবিও পোস্ট করেন নিয়মিত। (ছবি-ইনস্টাগ্রাম)