West Indies vs South Africa, T20 World Cup 2024 Super 8: সোমবার অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের ম্যাচ হেরে চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নেয় টুর্নামেন্টের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। বিদায় বেলায় দুর্দান্ত এক ব্যক্তিগত রেকর্ড গড়েন আন্দ্রে রাসেল।
1/6 সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের ম্যাচ হেরে চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নেয় টুর্নামেন্টের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। অথচ জিতলে তাদের সেমিফাইনালের টিকিট বাঁধা ছিল। দল ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই আন্দ্রে রাসেলের বিশ্বকাপ অভিযানও এবারের মতো শেষ হয়ে যায়। তবে বিদায় বেলায় দুর্দান্ত একটি ব্যক্তিগত নজির গড়েন দ্রে রাস। তিনি ভেঙে দেন ডোয়েন ব্র্যাভোর সর্বকালীন টি-২০ বিশ্বকাপ রেকর্ড। ছবি- এএফপি।
2/6 সোমবার অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইট রাউন্ডের ম্যাচে দুর্দান্ত বল করেন আন্দ্রে রাসেল। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। দ্রে রাস সাজঘরে ফেরান দুই প্রোটিয়া ওপেনার রিজা হেনড্রিক্স ও কুইন্টন ডি'কককে। এই ২টি উইকেট নেওয়ার সুবাদে রাসেল টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারে পরিণত হন। ছবি- এএফপি।
4/6 এতদিন টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল ডোয়েন ব্র্যাভোর নামে। তিনি টি-২০ বিশ্বকাপের ৩৪টি ম্যাচের ২৭টি ইনিংসে বল করে সাকুল্যে ২৭টি উইকেট নিয়েছেন। একবার ইনিংসে চার উইকেট নিয়েছেন ব্র্যাভো। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৩৮ রানে ৪ উইকেট। সুতরাং, ব্র্যাভোর থেকে সেই রেকর্ড এবার ছিনিয়ে নিলেন আন্দ্রে রাসেল। ছবি- এপি।
6/6 রাসেল সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন। তিনি ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৫ রান করেন। এবারের টি-২০ বিশ্বকাপের ৬টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৭৮ রান সংগ্রহ করেছেন রাসেল। বল খেলেছেন ৪৭টি। নট-আউট থাকেন ৩টি ম্যাচে। পাশাপাশি ৭টি ইনিংসে বল করে মোট ১১টি উইকেট নিয়েছেন দ্রে রাস। ছবি- পিটিআই।