ইস্মার্ট জোড়িতে বেনজির বডি শেমিংয়ের শিকার অনীক ধরের স্ত্রী দেবলীনা ধর। শুনুন ওজন নিয়ে কী জবাব এল তাঁদের তরফ থেকে।
1/5অনীক ধর স্ট্রী দেবলীনাকে নিয়ে অংশ নিয়েছেন স্টার জলসার কাপল শো ‘ইস্মার্ট জোড়ি’-তে। প্রথম দিন থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন এই জুটি। তবে ভালোবাসার সঙ্গে সঙ্গে কটাক্ষও হচ্ছে! আর এই রিয়েলিটি শো-তে অনীককে সেসবই পড়ে শোনান জিৎ, যার জবাব দেন এই গায়ক।
2/5এই কটাক্ষের বেশিরভাগই আসে সুস্মিতাকে লক্ষ্য করে। যেখানে তাঁকে ‘হাতি’, ‘ধুমসি’-র মতো কথা বলা হয় তাঁকে। যদিও অনিক পত্নী জানান, মেয়ে হওয়ার আগে অবধি তাঁর ওজন ছিল ৫৭ কেজি। কিন্তু প্রেগন্যান্সির ৭ মাসে গিয়ে জানতে পারেন বাচ্চার ওজন ঠিক করে বাড়েনি তাঁর। তারপর বাদবাকি দু'মাস তিনবেলা ভাত, প্রোটিন শেক খেতে শুরু করেন ওজন কমানোর জন্য। কারণ তখন দেবলীনার মনে হয়েছিল বাচ্চার সুস্থ থাকা সবচেয়ে বেশি জরুরি। তবে সবচেয়ে ভালো খবর এত খাওয়া-দাওয়া করার পর ৩ কেজি ২০০-র সুস্থ বাচ্চা জন্ম দেন।
3/5২০০৭-এ একটি রিয়ালিটি শো-এ চ্যাম্পিয়ন হয়ে লাইমলাইটে আসেন অনীক। এছাড়া ‘বিগ বস’ বা ‘দাদাগিরি’র মতো শো-এরও চ্যাম্পিয়ন হয়েছিলেন। অনীক-দেলীনার মেয়ে হয় ২০১৮ সালের অগস্ট মাসে।
4/5ট্রোলাররা ছাড়েননি অনীকের সাড়ে তিন বছরের মেয়েকেও। একজন লিখেছেন, ‘মেয়ে যা সুন্দরী তাতে তো নায়িকা হয়ে যেতে পারে। এমনিতেই তো অনীকের বাজার পড়ে গিয়েছে’। যার জবাবে অনীককে বলতে শোনা যায়, মেয়ে নায়িকা হবে কি না, সেটা পরে দেখা যাবে। তবে সেই দায়িত্ব আমি জিৎদাকে দিয়ে রেখেছি।
5/5অনীক-পত্নী দেবলীনার উপর হওয়া বডি শেমিং নিয়ে শো-তে মন্তব্য করেন জিৎ-ও। বলেন যাঁরা প্রশ্ন করলেন দেবলীনা এত ভারি চেহারা নিয়ে কী ভালো পারে, তাঁদের বলতে চাই ও খুব সুন্দর নাচ করে। এরপর মঞ্চে ‘লাগান’-এর ‘ঘানান ঘানান’-এ নাচ করেন।