Angel Tax Abolished in Budget: বাজেটে তুলে নেওয়া হল 'অ্যাঞ্জেল ট্যাক্স', সরকারের এই পদক্ষেপে প্রশংসায় বিরোধীরাও
Updated: 24 Jul 2024, 07:37 AM ISTস্টার্টআপ স্থাগুলির দীর্ঘদিনের দাবি ছিল, অ্যাঞ্জেল ট্যাক্সের বোঝা তাঁদের কাঁধ থেকে তুলে নেওয়া হোক। ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় সেই পদক্ষেপই করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই আবহে সরকারের এই পদক্ষেপের প্রশংসা স্টার্টআপ থেকে বিরোধীদের গলাতেও।
পরবর্তী ফটো গ্যালারি