দেউলিয়া হয়ে গিয়েছে Reliance-এ এই সংস্থা। কিন্তু গত কয়েকদিনে রকেট গতিতে উত্থাপন হল সংস্থার শেয়ারের।
1/4সামনে এল দেউলিয়া সংস্থা রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড (Reliance capital limited) ক্রেতাদের তালিকা। (ফাইল ছবি, সৌজন্যে ব্লুমবার্গ)
2/4স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ের তথ্য অনুযায়ী, ঋণে জর্জরিত অনিল আম্বানির সংস্থার জন্য মোট ৫৫ টি সংস্থা দর হেঁকেছে। সেইসঙ্গে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে ‘বিজনেস ক্লাস্টার’ তৈরিতে ইচ্ছা প্রকাশ করেছেন ২২ টি সংস্থা। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)