অঙ্কিতা লোখান্ডে, দিশা পাটানি, তারা সুতারিয়া এবং অর্জুন কাপুরের মতো তারকাদের দেখা গেল মুম্বইয়ের নানা প্রান্তে। সাজগোজে তাক লাগিয়েছেন তাঁরা।
1/5মুম্বইয়ের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন। সেরা জুটির পুরস্কার পান তাঁরা।
2/5প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন মালাইকা অরোরা। ফিরেই শুরু শরীরচর্চা।
3/5মুক্তি পেয়েছে আদিত্য রায় কাপুর এবং সঞ্জনা সাঙ্ঘি অভিনীত ‘রাষ্ট্র কবচ ওম’। ছবির প্রচার সারলেন নায়ক-নায়িকা।
4/5হর্ষদ চোপড়া, রুপালি গঙ্গোপাধ্যায়-সহ ছোট পর্দার অন্যান্য তারকারা সামিল হয়েছিলেন মুম্বইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। হাসি মুখে লেন্সবন্দি হলেন তাঁরা।
5/5‘এক ভিলেন রিটার্নস’-এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে লেন্সবন্দি জন আব্রাহাম, দিশা পাটানি, তারা সুতারিয়া এবং অর্জুন কাপুর। সাদা-কালো পোশাকে তাক লাগালেন চার তারকা।