1/7একের পর এক স্বপ্নের বিয়ে! মাত্র কয়েক দিনের ব্যাবধানে দুটো বিগ ফ্যাট ওয়েডিং-এর সাক্ষী থাকল বলিউড। এক ভিকির হাত ধরলেন ক্যাটরিনা, অপর ভিকির সঙ্গে সাত পাক ঘুরলেন অঙ্কিতা লোখান্ডে। বিয়ের পর্ব মিটলেও সেলিব্রেশন থামছে না। গাঁটছড়া বাঁধবার পর বৃহস্পতিবার প্রথম জনসমক্ষে এলেন নবদম্পতি।
2/7নীল শাড়িতে উজ্জ্বল অঙ্কিতা, হাতের মেহেন্দির রঙ এখানো গাঢ়। হাতে হিরের আংটি, গলায় লাখ টাকার মঙ্গলসূত্রে ঝলমল করছেন নতুন বউ। বরের হাত ধরে এদিন গৃহপ্রবেশ হল অঙ্কিতার। হাসি যেন থামছে না।
3/7পায়ে চোট পাওয়া অঙ্কিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেন, অঙ্কিতার হাত শক্ত করে ধরে রাখলেন ভিকি জৈন। অঙ্কিতার পাশে ফর্ম্যাল পোশাকে ধরা দিলেন তাঁর হ্যান্ডসাম ম্যান। তিন বছর প্রেম সম্পর্কে আবদ্ধ থাকবার পর বিয়ের পর্ব সারেন দুজনে।
4/7এদিন সাদা-লাল পোরশে গাড়িতে ভিকির আবাসনের নীচে পৌঁছায় নবদম্পতি, সেখানেই অপেক্ষারত পাপারাত্জিদের জন্য পোজ দিলেন জুটিতে। বিয়ের জন্য জুটিকে ‘বাধাই’-তে ভরিয়ে দিল ছবি শিকারিরা।
5/7অঙ্কিতা-ভিকিকে দেখে সকলেই বলছেন- ‘রব নে বানাদি জোড়ি’, তবে নতুন জুটির পাশাপাশি সবার নজর আটকালো বরের পোরশে বক্সটের ৭১৮ গাড়িতেও। বর্তমানে এই লাক্সারি গাড়ির বাজারদর ১.২৫ কোটি টাকা! এমন গাড়িতে চড়ে শ্বশুরবাড়িতে পা রাখবার মজাটাই আলাদা!
6/7বিয়েতে অঙ্কিতাকে কোটি টাকার উপহার ভরিয়ে দিয়েছেন ভিকি। স্ত্রীর জন্য মলদ্বীপে একটি প্রাইভেট ভিলা কিনেছেন তিনি। সেটির বাজারদর বর্তমানে ৫০ কোটি টাকা। এটাই সুন্দরী বউয়ের জন্য তাঁর ওয়েডিং গিফট। (ছবি-ফেসবুক)
7/7কম যান না অঙ্কিতাও! বরের জন্য কোটি টাকার উপহার কিনেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে ভিকিকে একটি ইয়ট (yacht) গিফট করেছেন অঙ্কিতা। জলের উপর ভেসে বেড়ানো সেই প্রমোদতরীর মূল্য ৮ কোটি টাকা! (HT_PRINT)