বাংলা নিউজ >
ছবিঘর >
কালো ব্যাকলেস গাউনে বোল্ড লুকে অঙ্কিতা, স্বামীর সঙ্গে করলেন ঘনিষ্ঠ ছবি পোস্ট
কালো ব্যাকলেস গাউনে বোল্ড লুকে অঙ্কিতা, স্বামীর সঙ্গে করলেন ঘনিষ্ঠ ছবি পোস্ট
Updated: 02 Jan 2022, 10:48 AM IST
লেখক Priyanka Bose
বছরের প্রথম দিনে স্বামী ভিকির সঙ্গে পার্টি মুডে অঙ্কিতা লোখান্ডে। বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন তাঁরা। হু হু করে ভাইরাল ছবি-
1/7বছরের প্রথম দিনে নেটমাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন নব দম্পতি অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। ‘পবিত্র রিসতা’ অভিনেত্রী স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন। (ছবি ইনস্টাগ্রাম)
2/7ছবিতে নব দম্পতিকে কালো পোশাকে দেখা গেছে। কালো-সাদা সোয়েটার এবং কালো প্যান্ট পরেছেন ভিকি। অন্যদিকে কালো ব্যাকলেস গাউনে নেটমাধ্যনে দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী।
3/7ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অঙ্কিতা লেখেন, ‘সবথেকে সেরা অনুভূতি, যখন তুমি কাউকে ভালবাসো এবং সেও তোমাকে ততটাই ভালোবাসে’।
4/7দুই লাভ বার্ড নেটমাধ্যমে একাধিক ভালোবাসামাখা ছবি শেয়ার করেছেন।
5/7ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়েন অঙ্কিতা লোখান্ডে। ভিকির সঙ্গ প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।