1/5ক্যাজুয়াল হোক কিংবা ওয়েস্টার্ন আবার ভারতীয় লুক, অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্টাইল স্টেটমেন্ট হামেশা নজর কাড়ে দর্শকদের। ‘পবিত্র রিসতা ২’ অভিনেত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে গোলাপি ক্রসেট টপ এবং পালাজো প্যান্ট পরে ধরা দেন। (ছবি ইনস্টাগ্রাম)
2/5নায়িকার এই পার্টি লুক রীতিমতো চর্চায় নেটমাধ্যমে। রঙিন ক্রসেট টপের সঙ্গে গোলাপি রঙের পালাজো প্যান্ট পরে দেখা মেলে অভিনেত্রীর। সঙ্গে লং গোলাপি রঙের জ্যাকেটে দেখা মেলে নায়িকার।
3/5পার্টি থেকে একাধিক ছবি পোস্ট করে ক্য়াপশনে লিখেছেন, ‘নম্র হও। নিজের উপর বিশ্বাস রাখো, এবং নিজের হৃদয়ে বিশ্বের ভালোবাসা রাখুন’। হলুদ রঙের জুতো পরে দেখা গিয়েছে নায়িকাকে।
4/5নেটমাধ্যমে অঙ্কিতা ছবি শেয়ার করতেই হু হু করে ভাইরাল। পার্টিতে অনায়াসেই ট্রাই করা যায় নায়িকার এই লুক। নেটিজেনের কাছে দারুণ প্রশংসা কুড়িয়েছেন ছবি পোস্ট করে নায়িকা। এক নেটিজেন তাঁকে ‘হট’ বলেছেন।