ইনস্টায় গোলাপি ওয়ানপিসে ভাইরাল হয়েছে অঙ্কিতা লোখান্ডের ছবি আর ভিডিয়ো।
1/5নতুন বছরের পার্টিতে জমিয়ে নেচেছিলেন অঙ্কিতা বর ভিকি জৈনের সাথে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। তবে, গার্ল গ্যাংয়ের সাথে ‘মি’ টাইম কাটাবেন না সেটা কখনও হয়।
2/5অঙ্কিতাকে দেখা গেল সানা মকবুল, মৃণালিনী ত্যায়াগী ও আশিতা ধাওয়ানের সাথে। সকলেই পরেছিলেন বিচ ওয়্যার! ডান পায়ে ব্যান্ডেজ নিয়েই পুল পার্টিতে সামিল হন মিসেস জৈন।
3/5ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ‘খতরো কে খিলাড়ি’ খ্যাত সানা মকবুল। অঙ্কিতাও নানা ছবির কোলাজ ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টায়। তবে সেই পোস্টের কমেন্ট সেকশন বন্ধই রেখেছেন অভিনেত্রী।
4/5আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিগুলি।
5/5বছরের প্রথম দিনে নেটমাধ্যমে উষ্ণতা ছড়ায় নব দম্পতি অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈনর এই ছবি। ‘পবিত্র রিস্তা’ অভিনেত্রী স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি নেটমাধ্যমে শেয়ার করেছিলেন শনিবারই।