পোশাক বিভ্রাটের শিকার অঙ্কিতা লোখান্ডে, গাড়ি থেকে নামতে গিয়ে কোনওরকমে হাত দিয়ে গোপনাঙ্গ ঢাকলেন নায়িকা।
1/8অভিনয় থেকে দূরে থাকলেও সংবাদ শিরোনামে থাকেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী। এবার oops মোমেন্টের শিকার হলেন তিনি। এক অ্যাওয়ার্ড সেরেমানিতে গিয়ে পোশাক বিভ্রাটের হাত থেকে অল্পের জন্য বাঁচলেন অঙ্কিতা লোখান্ডে।
2/8 ইন্টারন্যাশন্য়াল আইকন অ্যাওয়ার্ড ২০২২-এর মঞ্চে স্বামী ভিকি জৈনের সঙ্গে পৌঁছেছিলেন অঙ্কিতা। সেখানে ঝলমলে সবুজ স্প্যাগেটি স্ট্রাপড পোশাকে ধরা দিলেন অভিনেত্রী। এই পোশাকের নেকলাইন ছিল গভীর। পুরোপুরি খোলা পিঠ! আর ডিপ নেকলাইনের ফাঁক ঠেলে বেরিয়ে আসছে স্তনযুগল।
3/8গাড়ি থেকে নামবার সময়ই হোঁচট খান অঙ্কিতা। কোনওরকমে হাত দিয়ে স্তন ঢেকে গাড়ি থেকে নামেন অঙ্কিতা। অভিনেত্রীর বেহাল দশা থেকে ছিছিকার নেটদুনিয়ায়। নেটিজেনদের মন্তব্য, ‘এমন পোশাক পরবার কী দরকার’। সকলে মিলে ট্রোল করছেন নায়িকাকে।
4/8 এই অ্যাওয়ার্ডের মঞ্চে ‘সেরা জোড়ি’র পুরস্কার পেয়েছেন অঙ্কিতা ও ভিকি। বউয়ের সঙ্গে পাল্লা দিয়ে হ্যান্ডসাম লুকে ধরা দিলেন ভিকি জৈন। তাঁর পরনে ছিল সাদা-কালো টাক্সিডো।
5/8বরের সঙ্গে মাখামাখি করে একঝাঁক ফটো তুলেছেন অঙ্কিতা। সেগুলি শেয়ার করেছেন ইনস্টাগ্রামের দেওয়ালে। স্টার প্লাসের ‘স্মার্ট জোড়ি’র মঞ্চে অংশ নিয়েছিলেন দুজনে, জয়ও আসে তাঁদের ঝুলিতে।
6/8থাই স্লিট ককটেল ড্রেসে গ্ল্যামারাস অবতারে ধরা দিলেন অঙ্কিতা। পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে বেঁধেছিলেন চুল। সঙ্গে ঝোলা দুল আর ম্যাচিং আংটি।
7/8ছোট পর্দা থেকে দূরে থাকলেও ওটিটি প্ল্যাটফর্মে ‘পবিত্র রিসতা ২’তে দেখা গিয়েছে অঙ্কিতাকে। সেখানে অর্চনার চরিত্রেই দেখা মিলেছিল তাঁর।
8/8দীর্ঘদিন সম্পর্কে থাকবার পর গত ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন ভিকি-অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর বারবার নেটিজেনরা নিশানা করেছেন এই জুটিকে।