‘এই পথ যদি না শেষ হয়’ দিয়ে অভিনয়ের হাতেখড়ি হলেও দর্শক মনে জায়গা করে নিয়েছেন ঊর্মি ওরফে অন্বেষা হাজরা।
1/5গত কয়েক সপ্তাহ ধরেই ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’-র টিআরপি রেজাল্ট বেশ ভালো। এমনকী, ১৬ তারিখ থেকে এই ধারাবাহিককে নিয়ে আসা হচ্ছে প্রাইম টাইমে জি বাংলার তরফ থেকেও। এসবের মাঝেই এল সুখবর! সেরা নায়িকা হিসেবে অ্যাওয়ার্ড জিতে নিলেন ঊর্মি ওরফে অন্বেষা হাজরা।
2/5অন্বেষা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অ্যাওয়ার্ড জেতার মুহূর্ত। ‘সেরা শো’-র সম্মান পেয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’। আর ‘সেরা নায়িকা’ হয়েছেন আমাদের ঊর্মি!
3/5সোশ্যাল মি়ডিয়ায় আনন্দে নাচানাচি জুড়ে দিয়ে অন্বেষার ভক্তরা। চ্যানেল টপার ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডুকে হারিয়ে দিয়ে অন্বেষা এই সম্মান পাওয়ায় বেশ খুশি তাঁরা।
4/5জনপ্রিয়তার দৌঁড়ে জি বাংলার ধারাবাহিকগুলির মধ্যে যদিও এগিয়ে ‘মিঠাই’। টিআরপি তালিকায় সেরার জায়গা ধরে রেখএছিল প্রায় ১ বছর ধরে টানা। এখন সেই জায়গা থেকে নেমে এলেও, প্রতিযোগিতায় খুব পিছিয়ে পড়েনি সিড-মিঠাইয়ের জুটি।
5/5জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডেও ‘সেরা নায়িকা’র সম্মান পেয়েছিলেন অন্বেষা। সঙ্গে জি ফাইভের সবচেয়ে জনপ্রিয় মুখও হয়েছিলেন তিনি।