প্রায় তিন বছর ধরে চুটিয়ে প্রেম করবার পর বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা আদিত্য শীল এবং অভিনেত্রী অনুষ্কা রঞ্জন। দেখুন তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠানের চোখ ধাঁধানো মুহূর্ত-
1/10রবিবার সাত পাকে বাঁধা পড়ছেন বলিউডে দুই তারকা। পূর্ণতা পাচ্ছে আদিত্য শীল ও অনুষ্কা রঞ্জনের প্রেম কাহিনি। শনিবার বসেছিল তাঁদের সংগীতের আসর। প্রাক বিয়ের এই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট।
2/10শনিবার ছিল আদিত্য শীল ও তাঁর ফিতরত কোস্টার তথা প্রেমিকা অনুষ্কার সংগীতের আসর। প্রাক বিয়ের এই অনুষ্ঠানে ফটোগ্রাফারদের জন্য রোম্যান্টিক পোজ দিলেন হবু বর-কনে।
3/10এদিন অনুষ্কা রঞ্জন সেজেছিলেন ঝলমলে লাল রঙা শাড়িতে। তাঁর ব্লাউজের ডিপ নেকলাইন নজর কাড়ল। কালো-রুপোলি রঙের বন্ধগলায় দেখা মিলল ‘তুম বিন ২’ তারকার।
4/10অনুষ্কার বোন আকাঙ্খা রঞ্জনের বেস্ট ফ্রেন্ড আলিয়া ভাট। গোটা অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তিনি। দেখা সুতোর কাজ করা সাদা ফ্লোরাল লেহেঙ্গায় হাজির ছিলেন রবিনা টান্ডনও। (ছবি-ইনস্টাগ্রাম)
5/10বান্ধবী অনুষ্কাকে এদিন শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন অভিনেত্রী বাণী কাপুর। সবুজ-সোনালি লেহেঙ্গায় দেখা মিলল তাঁর। হাজির ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও।
6/10দিন কয়েক আগেই কেএল রাহুলের সঙ্গে নিজের সম্পর্কে শিলমোহর দিয়েছেন সুনীল কন্যা। এদিন হলুদ লেহেঙ্গায় দ্যুতি ছড়়ালেন আথিয়া শেট্টি।