স্বামী বিরাট কোহলি আর মেয়ে ভামিকাকে নিয়ে মলদ্বীপে ... more
স্বামী বিরাট কোহলি আর মেয়ে ভামিকাকে নিয়ে মলদ্বীপে ট্যুরে গিয়েছেন অনুষ্কা শর্মা। সেখান থেকেই ছবি দিলেন এবারে।
1/5মলদ্বীপ থেকে ব্রিক রেড রঙের মনোকিনিতে ছবি শেয়ার করলেন অনুষ্কা শর্মা। সঙ্গে হ্যাট। গালয় পেনডেন্টের সেট। এক গাল হেসে ক্যামেরায় পোজ দিয়েছেন সুন্দরী। পায়ের নীচের সাদা বালি আর উপরের ঝাঁ চকচকে নীল আকাশ যেন কমপ্লিমেন্ট করছে অনুষ্কার লুককে।
2/5তবে জানেন কি, এই ছবি অনুষ্কা নিজেই তুলেছেন। ৩ সেকেন্ডের টাইমার অন করে। আর সেই সময় কী কী কাণ্ড করেছেন বিরাট-পত্নী দেখুন। কখনও চুল ঠিক করছেন, কখনও পোশাক।
3/5এটায় আবার ক্যামেরার দিকে পিছন ফিরে রয়েছেন। তবে সবশেষে একদম পিকচার পারফেক্ট মনের মতো ছবিখানা তুলেই ফেলেছেন!
4/5মলদ্বীপ ভ্রমণের এই টুকরো টাকরা ছবিগুলিও অনুষ্কা শেয়ার করে নিয়েছিলেন নিজের ইনস্টা স্টোরিতে।
5/5বুধবার মলদ্বীপ যাওয়ার পথে মুম্বই এয়ারপোর্টে একসঙ্গে দেখা গিয়েছিল অনুষ্কা আর বিরাটকে। তবে কোলে মেয়েকে না দেখে অবাক হয়েছিলেন ‘বিরুষ্কা’র ভক্তরা। কারণ, ভামিকা ছাড়া খুব একটা দেখা মেলেনি এর আগে এই জুটিকে। ‘ভামিকা কোথায়’, ‘মেয়েকে কীভাবে একা রেখে চলে গেল’-র মতো নানা কমেন্ট পড়েছিল মুম্বই এয়ারপোর্ট থেকে ছড়িয়ে পড়া সেই ভাইরাল ভিডিয়োতে।