Updated: 21 Jan 2021, 08:49 PM IST
লেখক Priyanka Bose
সন্তানের জন্মের ১০ দিনের মাথায় প্রথমবার ক্যামেরাবন্দি অনুষ্কা। মেয়ের ছবি না তোলার আবেদন মানার জন্য পাপারাৎজিদের জানালেন ধন্যবাদ।
1/9গত ১১ জানুয়ারি মা হয়েছেন অনুষ্কা শর্মা। আর সন্তানের জন্ম দেওয়ার ঠিক ১০ দিনের মাথায় প্রথমবার প্রকাশ্যে এলেন নায়িকা, সঙ্গী বিরাট কোহলি। ছবি-টুইটার
2/9চিকিত্সকদের কাছে রুটিন চেক-আপের জন্য যাওয়ার আগে দেখা মিলল বিরুষ্কার। সেই সময় মুম্বইয়ে পাপারাতজিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন তারকা দম্পতি।
3/9সন্তানের জন্মের পরেও একদম ফিট অনুষ্কার দেখা মিলল। ব্লু ডেনিম আর ম্যাচিং শার্টে পাওয়া গেল বিরাট ঘরনিকে। মুখে ঢাকা মাস্ক, খোলা চুল আর নো-মেকআপ লুকে অনুষ্কা।
4/9সন্তান প্রসব করবার পর মেয়েদের দেহে বেবি ফ্যাট জন্মানোটা খুব সাধারন ব্যাপার।ঐশ্বর্য থেকে করিনা- বহু নায়িকারই মা হওয়ার দরুণ ওজন বেড়েছিল তবে অনুষ্কার কোনওরকম পরিবর্তনই হয়নি! যা মুগ্ধ করল নেটিজেনদের।
5/9 মেয়ের জন্মের খুশি ফুটে উঠেছে বাবা-মা দুজনের চোখেমুখেই। বিরাটের দেখা মিলল কালো শার্ট ও প্যান্টে। মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এদিন পাপারাতজিদের আবদার মেনে বেশ কয়েক মিনিট ধরে পোজ দিলেন বিরাট-অনুষ্কা।
6/9সবশেষে অনুষ্কা ধন্যবাদ জানালেন সাংবাদিক বন্ধুদের। তারকা দম্পতির আর্জি মেনে তাঁদের সন্তানদের ছবি না তোলবার সিদ্ধান্ত নিয়েছেন পাপারাতজিরা। বাবা-মায়ের এই আবেদন মেনে নেওয়ায় খুশি অনুষ্কা। (ANI)
7/9মেয়ের গোপনীয়তা বজায় রাখতেই তাঁর ছবি সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়াতে প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নিয়েছেন এই পাওয়ার কপল। গত সপ্তাহেই মুম্বইয়ের পাপারাতজিদের কাছে বিরাট-অনুষ্কার তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে আবেদন করা হয়েছিল। (PTI)