Apply For New Ration Card: করোনাকালে রেশন কার্ডের সাহায্যেই দেশের কোটি কোটি মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়েছেন। এমনই সময়তেও রেশন কার্ড ব্যবহার করে স্বল্প মূল্যে চাল, গম, চিনির মতো সামগ্রী কিনতে পারেন সাধারণ মানুষ। তাছাড়া পরিচয়পত্র হিসেবেও গ্রহণযোগ্য রেশন কার্ড। এই আবহে পরিবারের নতুন কোনও সদস্যের নামে কীভাবে বের করা যায় রেশন কার্ড?
1/5পরিবারে নতুন কোনও সদস্য এলে, যেমন কারোর জন্ম হলে বা বিয়ে করে এলে, তার নামে রেশন কার্ডে অন্তর্ভুক্ত করা যায়। (ছবিটি প্রতীকী, কে রাজ/হিন্দুস্তান টাইমস) (PTI)
2/5পুরনো রেশন কার্ড বাতিল করে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে৷ এর জন্য আপনার ফোন নম্বর রেজিস্টার্ড থাকতে হবে রেশন কার্ডের সঙ্গে৷ খাদ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজ করতে হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/5রেশন কার্ডে নয়া সদস্যের নাম যুক্ত করার জন্য আগে আধার কার্ডে সংশোধন করতে হয়৷ যদি কোনও মেয়ে বিয়ের পরে নিজের পদবী বদলাতে চান তাহলে আধার কার্ডে বাবার জায়গায় স্বামীর নাম দিতে হবে এবং নতুন ঠিকানা আপডেট করতে হবে৷ এরপর সেই নয়া আপডেট করা কার্ড নিয়ে খাদ্য বিভাগ আধিকারিককে দিতে হবে৷ (ছবিটি প্রতীকী, রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস) (PTI)
4/5এদিকে বাড়ির বউয়ের রেশন কার্ডে নাম যোগ করার জন্য প্রথমে বাবার বাড়িতে থাকা রেশন কার্ড থেকে নাম সরাতে হবে৷ তার প্রমাণ পত্র, ম্যারেজ সার্টিফিকেট, স্বামীর রেশন কার্ড ও মহিলার আধার কার্ড জমা দিতে হবে৷ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
5/5কোনও শিশুর নাম যুক্ত করার জন্য বাড়ির প্রধানের ফটোকপি ও অরিজিনাল রেশন কার্ড, শিশুর বার্থ সার্টিফিকেট এবং বাবা মায়ের দু’জনের আধার কার্ড জমা দিতে হবে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT Photo) (PTI)