এপ্রিলে ১২ রাশির ভাগ্যে কী রয়েছে কেরিয়ারের দিক থেকে দেখে নিন।
1/12সামনেই বাংলা নববর্ষ ১৪২৯। নতুন বছর ঘিরে রীতিমতো উৎসাহ বাংলা জুড়ে। চৈত্র সংক্রান্তি পার করে ১ লা বৈশাখের সকালে নতুন বছরকে সাদরে গ্রহণ করতে তৎপর প্রতিটি বাঙালি। এদিকে, জ্যোতিষমতে ১৪ এপ্রিল অর্থাৎ নববর্ষের ঠিক আগের দিন থেকে ৩ টি রাশিতে আর্থিক ভাগ্য তুঙ্গে থাকবে, আর ২৯ তারিখের পর থেকে তাদের চাকরির স্থানেও আসবে গতি। দেখে নেওয়া যাক, রাশিফল অনুযায়ী এপ্রিলে কার কোষ্ঠীতে কী কী রয়েছে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/12মেষ- ১৪ এপ্রিলের পর থেকে বাড়িতে পুজো পার্বন, ধার্মিক কার্য হবে। সন্তানের দিক থেকে স্বস্তিতে থাকবেন। ২৯ এপ্রিল থেকে আয় বৃদ্ধি হবে। (ছবিটি প্রতীকী)
3/12বৃষ- এপ্রিলে কেরিয়ারের পাশাপাশি মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। থাকা খাওয়ায় সমস্যা হতে পারে। ২৯ এপ্রিল চাকরির জায়গায় পরিবর্তন আসবে।
4/12মিথুন- ১৪ এপ্রিল থেকে টাকা পয়সায় আসবে উন্নতি। গাড়ি বাড়ি পেতে পারেন। ২৯ এপ্রিলের পর কাদের জায়গায় উন্নতি হতে পারে।(ছবিটি প্রতীকী)
5/12কর্কট- ১৪ এপ্রিলের পর থেকে শিক্ষক কর্মীদের কাজে সুবিধা আসবে। কাজের জায়গায় উন্নতি হবে। কথা বার্তা ভাল করে বলুন। ২৯ এপ্রিলের পর বিদেশ যাত্রার যোগ।
6/12সিংহ ১৪ এপ্রিলের পর থেকে পড়ুয়াদের জন্য ভাল সময়। কেরিয়ারের পাশাপাশি বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ২৯ এপ্রিল থেকে কাজের জায়গায় উন্নতি আসবে।
7/12কন্যা- ১৪ এপ্রিল পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। শিক্ষাকর্মীদের জন্য সুখবর। ২৭ এপ্রিলের পর চাকরিতে উন্নতি। (ছবিটি প্রতীকী)
8/12তুলা-১৪ এপ্রিলের পর থেকে মন চিন্তায় থাকবে। মানসিক শান্তি প্রয়োজন। আয়ে বৃদ্ধি হবে। ২৭ এপ্রিলের পর চাকরিতে বদলের সুযোগ আসছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
9/12বৃশ্চিক-১৪ এপ্রিলের পর কাজে উন্নতি হবে। আয়ে হবে বৃদ্ধি। ২৭ এপ্রিল সঙ্গীতধর্মী কোনও কাজে ব্যস্ত থাকবেন। ২৯ এপ্রিল বাবার স্বাস্থ্যের দিকে মন দিন। (ছবিটি প্রতীকী)
10/12ধনু- ১৪ এপ্রিল থেকে পারিবারিক জীবনে সুখ বাড়বে। চাকরিতে রয়েছে উন্নতি। ২৯ এপ্রিলের পর চাকরির ক্ষেত্রে সম্মান, প্রতিপত্তি বাড়বে। (ছবিটি প্রতীকী)
11/12মকর- ১৪ এপ্রিল থেকে মেধা বিষয়ক ক্ষেত্রে উন্নতি হবে। ২৭ এপ্রিলের পর কিনতে পারেন গাড়ি। ২৯ এপ্রিলের পর স্থান পরিবর্তনের যোগ রয়েছে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
12/12মীন- ১৪ এপ্রিল থেকে শিক্ষাগত কাজে উন্নতি আসবে। ২৭ এপ্রিলের পর বাহন সুখ বাড়বে। ২৯ এপ্রিলের পর শিক্ষাগত কাজে আসবে উন্নতি। ২৯ এপ্রিলের পর বিদেশ যাত্রার সুযোগ রয়েছে।