1/7যৌনচক্র চালিয়ে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল করে কোটি কোটি টারা আদায়ের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অর্চনা নাগ। অর্চনার মোবাইল ফোন এবং তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক পরীক্ষা করে চাঞ্চল্যকর সব তথ্য এবং ছবি হাতে আসছে পুলিশের। (ছবি - টুইটার)
2/7গত ৬ অক্টোবর অর্চনাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ্যে আসে। এই গোটা যৌনচক্রে অর্চনাকে সাহায্য করত তার স্বামী জগবন্ধু চাঁদ। (ছবি - টুইটার)
3/7জানা গিয়েছে, অর্চনার যৌনচক্রের ‘শিকার’ হয়েছেন ২৫ জন রাজনীতিক। তাঁদের মধ্যে ১৮ জন বিধায়ক এবং দুই জন মন্ত্রী রয়েছেন। প্রতারণার টাকায় কোটি কোটি টাকার সম্পত্তি নিজের নামে করেছে অর্চনা। (ছবি - টুইটার)
4/7কালাহান্ডির এক প্রত্যন্ত গ্রামে জন্ম অর্চনার। আইন নিয়ে পড়াশোনা করতে ভুবনেশ্বরে আসে অর্চনা। পরে সেখানেই এক বিউটি পার্লারে জগবন্ধুর সঙ্গে আলাপ হয় তার। সেই পার্লারেই যৌনচক্র খোলে দুই জনে। ভুবনেশ্বরে ৩ কোটি টাকার বাংলো, নাখারার কাছে ফার্মহাউস রয়েছে তার নামে। (ছবি - টুইটার)
5/7অর্চনা যখন প্রভাবশালীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হত, তখন গোপনে সেই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করত তার স্বামী জগবন্ধু। সেই ছবি এবং ভিডিয়ো দেখেই পরবর্তীতে প্রতারণা করা হত সেই ব্যক্তিকে। (ছবি - টুইটার)
6/7জানা গিয়েছে, ওড়িশার প্রভাবশালী ৫০ জন ব্যক্তিকে অর্চনার নিজের যৌনচক্রের ফাঁদে ফেলতে চাইত। এর জন্য স্বামী জগবন্ধুর সঙ্গে মিলে তালিকা তৈরি করেছিল দুই জনে। পুলিশের হাতে এসেছে সেই তালিকা। (ছবি - টুইটার)
7/7২৬ বছর বয়সি দরিদ্র পরিবারে বেড়ে ওঠে বলে জানা গিয়েছে। সেই তরুণী ওড়িশার রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। আপাতত জেলে থাকলেও টিভি এবং সংবাদপত্রে নিজের সম্পর্কের খবরে নজর রাখছে সে। এহেন বর্ণময় প্রতারককে নিয়ে চলচ্চিত্র বানাতে ইচ্ছুক প্রযোজক। (ছবি- টুইটার)