বৈদিক জ্যোতিষে স্বপ্ন নিয়ে বহু কথা বলা হয়েছে। স্বপ্নশাস্ত্র কী বলছে? কোন কোন স্বপ্নের অর্থ হাতে টাকা আসতে চলেছে? এখনই জেনে নিন।
1/12কোনও কোনও স্বপ্ন দেখে অনেকেই ভয় পান। কিন্তু এই সব স্বপ্নের সব ক’টির অর্থই যে খারাপ— তা মোটেও নয়। সেগুলির অর্থ হয়তো ভালো কিছু হতে চলেছে আপনার সঙ্গে। এমনই বলছে বৈদিক জ্যোতিষ।
2/12বিশেষ করে এমন কিছু স্বপ্ন রয়েছে, যেগুলি দেখলে কেউ ভয় পেতেই পারেন। কিন্তু সেগুলির অর্থ হল, হাতে অতিরিক্ত টাকাপয়সা আসা। দেখে নেওয়া যাক, কী এই স্বপ্নগুলি।
3/12হাতির পিঠে চাপার স্বপ্ন বা পিঠে চেপে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখার মানে হাতে টাকাপয়সা আসা।
4/12ফুল ফোটার স্বপ্ন দেখারও মানেও হতে পারে কোনও আভাস ছাড়াই হাতে অর্থ আসা।
5/12অন্ধকার পাতকুয়োর স্বপ্ন দেখলে যে কারও ভয় লাগতে পারে। অথচ এই স্বপ্নের অর্থ হল আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। প্রচুর ধনসম্পত্তি লাভ হতে পারে আপনার।
6/12কারও কাছে অনেক টাকা আটকে আছে? সেগুলি ফিরে আসতে পারে যদি স্নানের স্বপ্ন দেখেন।
7/12বিছের কামড় বা সাপের কামড় স্বপ্নে দেখলেও ভয় পেতে পারেন অনেকে। মনে রাখবেন, এর অর্থও হাতে টাকা আসা।
8/12জল খাওয়ার স্বপ্ন দেখার অর্থও একই রকমের। এতে হাতে টাকা আসতে পারে। বা সম্পত্তি লাভ হতে পারে।
9/12স্বপ্নে কাউকে নাচতে দেখেছেন? এটিও অত্যন্ত শুভ স্বপ্ন। এর অর্থও হাতে টাকা আসতে পারে।
10/12সোনা বা রুপোর থালায় খাবার খাওয়ার স্বপ্ন দেখাও খুব শুভ। এর অর্থ সহজে ব্যাংক থেকে টাকা পেতে পারেন। সরকারি কর্মীদের ক্ষেত্রে সুবিধা হতে পারে।
11/12সাদা বাড়ির স্বপ্ন দেখাও শুভ। এগুলির মানেও হাতে অর্থ আসতে পারে। দুধের স্বপ্ন দেখাও একই কারণে শুভ।
12/12হাতে হঠাৎ করে বেশ কিছু অর্থ এসে যেতে পারে। যদি সবুজ ক্ষেত বা ক্ষেতে কাজ করা কৃষকের স্বপ্ন দেখেন। এর অর্থ মা লক্ষ্মী আপনার উপর খুবই সদয় হয়েছেন।