অক্ষয় তৃতীয়ার শুভ দিনের পরে, চলতি মাসের শেষ দিক থেকে খরচ বেড়ে যেতে পারে কারও কারও। কোন কোন রাশির জাতকরা সাবধান হবেন? কোন কোন বিষয় থেকে সাবধান হবেন?
1/6অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই শুভ। এই দিনে অনেকের পূণ্যলাভ হয়। কিন্তু এর পরে ইংরেজি চলতি মাসের শেষ দিক থেকে আযের চেয়ে ব্যয় বেড়ে যেতে পারে পাঁচ রাশির জাতকদের। সেই বিষয়ে সচেতন হতে বলছে জ্যোতিষ। কোন কোন রাশির জাতকরা সাবধান হবেন?
2/6এরিস (২০ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে জন্ম): এই রাশির জাতকরা নিজেদের জীবনযাত্রার মান ঊর্ধ্বমুখী করেই চলেন। সেই কারণে তাঁদের হাতে টাকা থাকে না। কিন্তু সমস্যা দেখা দেয় কখনও অতিরিক্ত কিছু খরচ হলে। আগামী দিনে তেমনই হওয়ার আশঙ্কা রয়েছে। সাবধান হন।
3/6টরাস (২০ এপ্রিল থেকে ২১ মের মধ্যে জন্ম): এই রাশির জাতকরা এমনিতে খুবই সাবধানী হন। কিন্তু দামি জিনিসের প্রতি তাঁদের আলাদা করে আগ্রহ থাকে। আর সেটিই তাঁদের সমস্যায় ফেলতে পারে। চলতি মাসে হঠাৎ করে বেড়ে যেতে পারে খরচ।
4/6জেমিনি (২১ মে থেকে ২১ জুনের মধ্যে জন্ম): এই রাশির জাতকরা মনের দিক থেকে খুবই ভালো হন। নিজের প্রয়োজন ছাড়াও তাঁরা অন্যের প্রয়োজনে বা অন্যকে খুশি করতে বিপুল খরচ করে ফেলেন। আর তাতেই বিপদে পড়ে যান এঁরা। এই মাসের শেষ দিক থেকে সাবধানে থাকুন।
5/6ভার্গো (২৩ অগস্ট থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে জন্ম): নিজেদের নতুন কিছুর মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসেন এই রাশির জাতকরা। আর সেই কারণে তাঁরা খরচ করেই চলেন। চলতি মাসে এই সব কারণে বেড়ে যেতে পারে খরচ। হিসাব করে চলুন।
6/6লিও (২২ জুলাই থেকে ২৩ অগস্টের মধ্যে জন্ম): এই রাশির জাতকরা রচের হিসাব করতে পারেন না। আর তাই তাঁদের খরচ বাড়তে থাকে। আয়-ব্যয়ের ক্ষেত্রে ভারসাম্যের ব্যাপক সমস্যা দেখা দেয় এই রাশির জাতকদের ক্ষেত্রে। চলতি মাসে সাবধান হয়ে যান।