অর্জুন কপূরের ইনস্টাগ্রাম দেখে চক্ষুস্থির তাঁর ভক্তদের! সমুদ্রে ঘেরা দ্বীপে ছুটি কাটানোর আনন্দে মশগুল এই বলি-তারকা নিজের একগুচ্ছ ছবি পোস্ট করলেন।
1/5এইমুহূর্তে প্রেমিকা মালাইকা অরোরার সঙ্গে মলদ্বীপে জমিয়ে ছুটি কাটাচ্ছেন অর্জুন কাপুর। এবার সেখান থেকেই নিজেকে ক্যামেরাবন্দি করছেন অর্জুন। ইনস্টাগ্রামেও আপলোড করেছেন নিজের একগুচ্ছ সেলফি। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
2/5সমুদ্রে ঘেরা দ্বীপে। ছবিতে একেবারে নয়া লুকে ধরা দিয়েছেন অর্জুন। পুরুষ্টু গোঁফের সঙ্গে এক গাল খোঁচা খোঁচা দাড়ি। স্টাইলিশ রোদচশমা নামিয়ে আনমনে তাকিয়ে রয়েছেন বলি-নায়ক। অনাবৃত শরীরে তখনও লেগে রয়েছে জলের ফোঁটা।
3/5ঝলমলে রোদের নিচে ছাওয়া দেওয়া কুটিরের মধ্যে বসে সেলফি নিতে দেখা গেল বলিউডের এই 'গুন্ডে'-কে পাট করে আঁচড়ানো পাফড চুল, সযত্নে ট্রিমড দাড়ির সঙ্গে চোখ ঢাকা রোদচশমায় একেবারে 'বিচ অবতার'-য়ে হাজির তিনি।
4/5নেটিজেনদের অনেকেই বলি-তারকার এই নয়া লুকের প্রশংসা করেছেন। আর বলি-অভিনেত্রী পরিণীতি চোপড়া তো অর্জুনের এই চশমা চেয়েই বসলেন প্রকাশ্যে। ছবির কমেন্ট বক্সই তার প্রমাণ।
5/5সমুদ্র স্নান সেরেই যে সাদা-কালো এই সেলফি তুলেছেন অর্জুন তা দৃশ্যতই স্পষ্ট। তারকার ভেজা চুল, অনাবৃত সুঠাম চেহারায় তখনও লেগে রয়েছে জলের ফোনটা। চশমা নাকের উপর নামিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন অর্জুন।