বছর ৪৮-এর অভিনেতার শার্ট গায়ে চড়িয়ে বুদাপেস্টের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন প্রেমিকা গ্যাব্রিয়েলা। দেখুন সেই ছবি-
1/7বিগত কয়েকদিন ধরে বুদাপেস্টে ছুটি কাটাচ্ছেন অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর বান্ধবী, ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেস। পরিবারের সঙ্গে ছুটিতে, একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে তুলে ধরছেন অভিনেতা। (ছবি @rampal72)
2/7বুধবার অর্জুন রামপাল ইনস্টাগ্রামে গ্যাব্রিয়েলার নতুন দু’টি ছবি শেয়ার করেন। অর্জুন-গ্যাব্রিয়েলার পুত্র আরিককেও দেখা গিয়েছে সেই ছবিতে। গ্যাব্রিয়েলাকে দেখা গেছে সাদা ওভারসাইজড শার্টে।
3/7ছবির ক্যাপশনে অর্জুন জানিয়েছেন, ‘যখন সে আমার শার্ট ধার করে আমাদের ছেলেকে বাইরে বেড়াতে নিয়ে যায়..তখন।’ অর্থাৎ অর্জুনের টি-শার্টে দেখা যায় বান্ধবী গ্র্যাব্রিয়েলকে। নেটমাধ্য়মে ফ্যাশন ডিজাইনারের এই লুক বেশ চর্চায়।
4/7গত সপ্তাহে অর্জুন ইনস্টাগ্রামে নিজের, গ্যাব্রিয়েলা এবং ছেলে আরিকের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন। দু বছরের আরিখকে কাঁধে চাপিয়ে বুদাপেস্ট পায়ে হেঁটে ঘুরছেন অর্জুন।
5/7ক্যাপশনে অর্জুন জানিয়েছিলেন, কাজের আগে, পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি।
6/7মায়ের কোলে খুদে আরিক। শুটিংয়ের বাইরে কুড়িয়ে পাওয়া প্রায় সমস্ত সময়টুকুই নিজের পরিবারের জন্য বরাদ্দ রেখেছেন অর্জুন রামপাল।
7/7অর্জুন রামপালের বুদাপেস্ট ভ্রমণ ডায়েরির কিছু পাতা থেকে বান্ধবী এবং ছেলের এই ছবি।