প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ডেও অবিক্রিত! শেষ পর্যন্ত সচিনের মান বাঁচিয়ে অর্জুন মুম্বই ইন্ডিয়ান্সে...
Updated: 25 Nov 2024, 11:11 PM ISTমুম্বই ইন্ডিয়ান্সে শেষ পর্যন্ত খেলতে দেখা যাবে সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে। তাঁকে আইপিএলের প্রথম দুই রাউন্ডে কোনও দল না কেনার পর অর্জুনকে দলে ফিরিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স শিবির। গতবার কয়েকটা ম্যাচে খেলতে দেখা গেছিল তাঁকে। চোটের জন্য অধিকাংশ ম্যাচেই খেলেননি তিনি।এদিকে সচিন বেবি দল পেলেন
পরবর্তী ফটো গ্যালারি